ওপার বাংলার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা আসছেন এপার বাংলায়। তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘মাস্ক’ ছবিতে।
এই ছবিটি এবার এপার বাংলার শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সাফটা চুক্তির আওতায় আমদানি করতে যাচ্ছে।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। এখন এ ছবির নাম হলো ‘নেকাব’।
বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই ছবিটি আমদানির জন্য আবেদন করছি। আশা করছি আগামী ঈদুল আজহার মধ্যেই ছবিটি মুক্তি দিতে পারব। রাজীব বিশ্বাস পরিচালিত এ ছবিতে এই দুই নায়িকার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। রহস্য ও রোমান্টিকধর্মী গল্পের এ ছবিটি দর্শকদের অন্যরকম আনন্দ বিনোদন দেবে বলে জানান শাকিব খান।


























