দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চলানো হয়। আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১২১ পিস ইয়াবা, ১৮০ বোতল ফেনসিডিল, ২৮ লিটার চোলাই মদ ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মাহমুদা খাতুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরের মধ্যে দিনাজপুর আদালতে পাঠানো হবে।




















