বেশ অনেক আগেই শোনা গিয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হবে বায়োপিক। আর চলচ্চিত্রটি সাথে বাংলাদেশের সাথে যুক্ত থাকবে ভারত। যে অনুযায়ী চুক্তিও হয়েছিল কিন্তু ঠিক হয়নি নির্মাতা। এবার শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের জন্য বাংলাদেশের কাছে তিনজনের নাম প্রস্তাব করেছে ভারত।
তিন নির্মাতা হলেন ভারতের বরেণ্য পরিচালক শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়। ভারত প্রস্তাব করলেও এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিধান্ত নেননি বাংলাদেশ। ভারতের তিন জন নির্মাতার নাম প্রস্তাবের পর বাংলাদেশে প্রথম ফুটবল নিয়ে নির্মিত ছবি ‘জাগো’ এর পরিচালক খিজির হায়াত খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি বিনা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর বায়োপিক বানাতে চান বলে জানিয়েছেন।
খিজির হায়াত তার ফেসবুকে লিখেন, ‘একবার আমাদেরকেও জিজ্ঞাসা করতেন। আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে দাদারা কেন সিনেমা বানাবে দয়া করে একবার বলবেন? আমরা কি সিনেমা বানাতে পারি না? আর করবার প্রমাণ করতে হবে। হৃদয়টা ভেঙে গেলো নিউজটা দেখে। মানতে পারলাম না কোনভাবেই। ১৭ কোটির বাংলাদেশে আমাদের একজন ডিরেক্টরকে খুঁজে পাওয়া গেল না আমার বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে আমাকে বলতেন। আমি জান বাজি রেখে বানানোর চেষ্টা করতাম। বঙ্গবন্ধু আপনার কাছে বিচার রইলো। মাননীয় তথমন্ত্রণালয় আমি বঙ্গবন্ধুকে নিয়ে বিনা পারিশ্রমিকে সিনেমাটি বানাতে চাই, দিবেন আমাকে সেই সুযোগ?’
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বঙ্গবন্ধুর বায়োপিক ও মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছিল। যার ধারাবাহিকতায় এর প্রথম ধাপ পরিচালক নির্বাচন।


























