শেরপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিউজ২৪ টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সাতটি গণমাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে ন্যাক্কারজনক হামলা-ভাঙ্গচুরের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে দিকে শেরপুর প্রেসক্লাবের সামনে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিউজ২৪ টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ভবনের সাতটি গণমাধ্যম ও অন্যান্য গণমাধ্যমে ন্যাক্কারজনক হামলা-ভাঙ্গচুরের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেছেন।
এসময় চ্যানেল নিউজ২৪ ও দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জুবাইদুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুমনা টিভির শেরপুর জেলার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক মোঃ আদিল মাহমুদ উজ্জল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র মোঃ মাসুদ হাসান বাদল,দেশ টিভির শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ রফিক মজিদ, দৈনিক প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ জিএম বাবুল, গণজাগরণ ও তথ্যধারা শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ আসাদুজ্জামান মুরাদ, দৈনিক কালের কন্ঠের শ্রীবরদী উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম বকুল, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজমুল আলম, এখন টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির ও কালবেলা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ নাঈম ইসলাম, দৈনিক দেশরূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম সম্রাট সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এমএফ