গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চট্টগ্রাম সহ দেশের ১১টি জেলা, যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর কক্সবাজার, সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ দেশের ১১টি জেলা এখন বন্যা প্লাবিত। বন্যার কারণে সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম।
(২৫ আগষ্ট রবিবার) সাতকানিয়া কেরানী হাট কাঁচা বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে সবজির। সকালে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১০০০ টাকা। উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের পর বিকেলে কাঁচা মরিচের দাম নেয় ৪০০ থেকে ৫০০ টাকা। এছাড়া টমেটো ২৬০/৩০০, গাজঁর ১৬০, পটল ৮০ বরবটি ১২০/১৪০ কচুর লতি ৮০ কচুরমুখি ৬০/৮০ শশা ৬০/৮০ পেঁপে ৪০/৫০ মিষ্টি কুমড়া ৬০ ঢেঁড়স ১০০ ধুন্দল ৮০ চিচিঙ্গা ৮০ ঝিঙা ৮০ জালি/ কুমড়া ৮০ বেগুন ৯০ লাউ প্রতি পিস ৬০/৭০ কাকরোল ৮০/১০০ করলা ১০০ দেশি আলু ৯০ টাকা।
এছাড়া গরুর মাংস ৮০০/১০০০ ছাগলের মাংস ১০০০/১১০০ ব্রয়লার মুরগি ১৭০ টাকা সোনালি ৩৫০ দেশি মুরগী ৫৫০ টাকা, খুচরা বাজারে লাল ডিম প্রতি হালি ৫৪ টাকা সাদা ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে রুই ৩০০ কাতলা ৩৫০ ফাঙ্গাস ১৫০/২০০ তেলাপিয়া ২৫০ রূপচাঁদা ৬০০ ইলিশ ১০০০/১২০০ পাবদা ৪৫০ কৈ মাছ ৪৫০ চিংড়ি মাছ ৮০০ টাকা।
অপরদিকে মুদির দোকান ঘুরে দেখা যায়, তেল, ডাল,চিনি আটা, ময়দা, মসল্লার দাম স্বাভাবিক রয়েছে, তবে কিছুটা বেড়েছে চাউলের দাম। এছাড়া পেঁয়াজ ১২০ রসুন ২০০ আদা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা শাহ আলম বলেন,কয়েকদিনের টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সবজিগুলো আসত তা বন্ধ থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে তারপরেও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সবজির চাষাবাদ হওয়ায় দাম হাতের নাগালে রয়েছে না হলে দাম আরো বেশি হতো।
গতকাল থেকে সকাল পর্যন্ত বাজারে কাঁচা মরিচের সংকট ছিল তবে দুপুরের পর থেকে বাজারে কাঁচা মরিচ এসেছে এবং দামও কম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়ার বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে যেন নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে আমরা সজাগ রয়েছি এবং দোকানদারদের সতর্ক করেছি কোন দোকানদার অতিরিক্ত দাম নিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রোববার সকালে সাতকানিয়া বাজার এবং কেরানীহাট বাজার মনিটরিং করেছি দোকানদাররা যেন বাড়তি দাম না নেয় সে জন্য তাদেরকে সতর্ক করেছি, কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সবাইকে সতর্ক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এমএফ























