সাম্প্রতিক সময়ে নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরি নামে একটি ওষুধ কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়,গত ৭ আগস্ট উপজেলার গড়মাটি গ্রামের রওশন প্রামাণিকসহ কয়েকজন ব্যক্তি ওই ওষুধ কারখানার মালিক মোফাজ্জল হোসেনের কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা নানাভাবে তার কারখানার কাজে বাধা দেন।
সর্বশেষ ১৯ আগস্ট অভিযুক্তরা কর্মরতদের বের করে দিয়ে সিসি ক্যামেরা ভাঙচুরসহ কারখানার গেটে তালা ঝুলিয়ে দেয়।
এছাড়াও ওষুধ বহনে ব্যবহৃত কয়েকটি পরিবহণ রাস্তার পাশে ফেলে দেয় তারা। তাদের হুমকির মুখে বর্তমানে মোঃ মোজাফফর হোসেন পরিবারসহ অন্যত্র অবস্থান করছেন। এদিকে, কারখানা বন্ধ থাকায় এখানে বিভিন্ন পদে কর্মরত ৩৭ জনসহ সারা দেশে নিয়োগ প্রাপ্ত দুইশ জন মার্কেটিং কর্মী বেকার হয়ে পড়েছেন।
বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/এমএফ