০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি সংগৃহীত

হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তিনিই হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা বলে দাবি করেছে আইডিএফ। খবর রয়টার্সের।

নিহত হামাসের ওই নেতার নাম ইজ আল দিন কাসাব। শুক্রবার (১ নভেম্বর) তাকে হত্যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তাদের দাবি, খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কাসাবকে হত্যা করা হয়েছে। নিহত কাসাব অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সাথে সমন্বয়কারী হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা।

কাসাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইতোমধ্যে শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, একই হামলায় কাসাবের সাথে থাকা আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশিত : ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তিনিই হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা বলে দাবি করেছে আইডিএফ। খবর রয়টার্সের।

নিহত হামাসের ওই নেতার নাম ইজ আল দিন কাসাব। শুক্রবার (১ নভেম্বর) তাকে হত্যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তাদের দাবি, খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কাসাবকে হত্যা করা হয়েছে। নিহত কাসাব অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সাথে সমন্বয়কারী হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা।

কাসাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইতোমধ্যে শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, একই হামলায় কাসাবের সাথে থাকা আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস