০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

হঠাৎ এশা দেওল কেন নববধূর সাজে!

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন এশা দেওল। স্বামী, সন্তান ও সংসার নিয়েই এখন সময় কাটে বলিউডের এই অভিনেত্রী। সবশেষ ২০১৫ সালে ‘কেয়ার অব ফুটপাথ টু’ ছবিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বউ সাজের একটি স্থিরচিত্র শেয়ার করেছেন এশা। ছবিটিতে সোনালি নকশা করা লাল বেনারসি পরে বধূ সাজে এশাকে দেখতে পাওয়া যায়। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলতেও বিয়ের সাজে এশার আরও কিছু ছবি দেখতে পাওয়া যায়। এভাবে বিয়ের সাজে এশার ছবিগুলো দেখে অনেকেই খানিকটা অবাক হয়েছেন। আসলে ছবিগুলো কিসের? এশার বিয়ের, নাকি কোনো শুটিংয়ের?

জানা গেছে, অনেক দিন পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী এশা। ‘কেকওয়াক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমেই ফিরে আসতে দেখা যাবে তাকে। সেই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এশা। আর ছবিটির শুটিংয়ে অভিনয়ের স্বার্থে এমন বধূ সেজেছেন তিনি।

ছবিটির পোস্টারেও যোগ করা হয় নববধূ সাজের একটি ছবি। ছবিটি নির্মাণ করছেন রামকমল মুখার্জি।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

হঠাৎ এশা দেওল কেন নববধূর সাজে!

প্রকাশিত : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন এশা দেওল। স্বামী, সন্তান ও সংসার নিয়েই এখন সময় কাটে বলিউডের এই অভিনেত্রী। সবশেষ ২০১৫ সালে ‘কেয়ার অব ফুটপাথ টু’ ছবিতে দেখা গেছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বউ সাজের একটি স্থিরচিত্র শেয়ার করেছেন এশা। ছবিটিতে সোনালি নকশা করা লাল বেনারসি পরে বধূ সাজে এশাকে দেখতে পাওয়া যায়। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলতেও বিয়ের সাজে এশার আরও কিছু ছবি দেখতে পাওয়া যায়। এভাবে বিয়ের সাজে এশার ছবিগুলো দেখে অনেকেই খানিকটা অবাক হয়েছেন। আসলে ছবিগুলো কিসের? এশার বিয়ের, নাকি কোনো শুটিংয়ের?

জানা গেছে, অনেক দিন পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী এশা। ‘কেকওয়াক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমেই ফিরে আসতে দেখা যাবে তাকে। সেই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন এশা। আর ছবিটির শুটিংয়ে অভিনয়ের স্বার্থে এমন বধূ সেজেছেন তিনি।

ছবিটির পোস্টারেও যোগ করা হয় নববধূ সাজের একটি ছবি। ছবিটি নির্মাণ করছেন রামকমল মুখার্জি।