শাকিব খান। বাংলা চলচ্চিত্রে বর্তমানে যার একচ্ছত্র আধিপত্য। গেল কয়েক বছর ধরেই নিজেকে বদলে নিয়ে নতুন নতুন চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। সেই ধারাবাহিকতায় গেল বছরের শেষদিকে তিনি শুরু করেছিলেন ‘নোলক’ নামের একটি ছবির শুটিং। আর শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা ববি।
এরইমধ্যে শেষের পথে রয়েছে ছবিটির শুটিং। চলছে ডাবিং এর কাজ। আর তাইতো ছবির ডাবিং এ অংশ নিতে শনিবার সকালে কলকাতা উড়াল দিয়েছেন শাকিব খান।
জানা গেছে সেখানে এই সপ্তাহ পুরোটাই নোলকের কিছু শুটিং ও ডাবিং এ অংশ নিবেন তিনি।
শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিত অভিনয় করছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ।
প্রসঙ্গত, গেল ১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন নতুন পরিচালক পরিচালক রাশেদ রাহা।


























