আজকাল হাতে কাজ থাকুক, কিংবা না থাকুক-শরীরের প্রতি যত্নবান প্রত্যেক নায়িকা। এ মুহূর্তে কাজ থেকে বিরতি নিয়ে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু শরীরচর্চা থেমে নেই তার। ঠিক সেই মুহূর্তের মেকআপ ছাড়া একটি ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। প্রশংসার বদলে সমালোচনার পাত্রীতে পরিণত হলেন সায়ন্তিকা।
একঘেয়ে ব্যায়ামের মধ্যে একটু অন্য স্বাদ আনতে সেলফি তুলেছিলেন নায়িকা সায়ন্তিকা। একেবারেই সাদামাটা, ঘরোয়া লুকে সাদা রঙের জিমের পোশাক পরা ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মেকআপ ছাড়া ঘর্মাক্ত অবস্থার ছবিটি পোস্ট করে ক্যাপশনে সায়ন্তিকা লিখেছেন, ‘মর্নিং গ্লো’। এরপরেই ঘটে বিপত্তি। একের পর এক সমালোচনা ধেয়ে আসতে থাকে নায়িকার দিকে।
মেকআপহীন ছবি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন সায়ন্তিকা। ছবির মন্তব্যের ঘর ভরে ওঠে তার লুক নিয়ে। অনেকেই লিখেন, তাকে দেখতে জঘন্য লাগছে। কেউ বলেছেন, মেকআপ ছাড়া খুবই বাজে লাগছে নায়িকাকে।
কেউ আবার নায়িকার ব্রণযুক্ত ত্বকের সমালোচনা করেছেন। অতিরিক্ত রোগা হওয়ার জন্যও বিতর্কের মুখে পড়েন নায়িকা। কেউ কেউ মন্তব্য করেন, ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন সায়ন্তিকা। অবশ্য এত সমালোচনার মুখে পড়েও কিন্তু নির্বিকার নায়িকা। কোনো সমালোচনার মন্তব্য তিনি করেননি।
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল সায়ন্তিকা অভিনীত ‘উমা’। এরপর শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমায় পর্দায় দেখা যাবে সায়ন্তিকাকে।


























