০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

ফাইল ছবি

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইলি বাহিনী। এর আগে ইসরাইলি বাহিনীর হামলায় ওই এলাকায় কয়েক ডজন মানুষ নিহত হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান ইদ সাব্বাহ বিবিসিকে জানিয়েছেন, শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসরাইলি বাহিনী হাসপাতাল খালি করার জন্য মাত্র ১৫ মিনিট সময় দেয় তাদের। এরপর সেনারা হাসপাতালে প্রবেশ করে বাকি রোগীদের বের করে দেয়।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শুক্রবার তারা ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করছিল। হাসপাতাল এলাকা হামাসের একটি শক্ত ঘাঁটি বলেও জানায় তারা। বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের আগে হাসপাতাল থেকে রোগী, বেসামরিক নাগরিক ও চিকিৎসকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে ওই হাসপাতালের রোগীদের কোথায় সরানো হবে তা জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

ড. সাব্বাহ বলেন, হাসপাতাল থেকে রোগীদের সরানো বিপজ্জনক। অনেক রোগী আইসিইউতে কোমায় রয়েছেন, অনেকের ভেন্টিলেশন দরকার। তিনি বলেন, ইসরাইলি সেনাদের এসব রোগীদের সরাতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

গাজার সহকারী স্বাস্থ্যমন্ত্রী ড. ইউসেফ আবু-আল রিশ জানান, মুমূর্ষু রোগীদের ইন্দোনেশিয়ান হাসপাতালে নেয়া হয়েছে। তবে ওই হাসপাতালও কার্যক্ষম অবস্থায় নেই। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ান হাসপাতাল মূলত একটি শরণার্থী শিবির। সেখানে রোগীদের রাখার ব্যবস্থা নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযান চলাকালে হাসপাতালের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে।

ইসরাইলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র শুক্রবার বিবৃতিতে জানান, হাসপাতালের খালি ভবনের এক অংশে আগুন লাগার ঘটনা ঘটে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

এই ঘটনার আগে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানান, ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হাসপাতালের পাঁচজন স্টাফ রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

প্রকাশিত : ১১:০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল জোরপূর্বক খালি করেছে ইসরাইলি বাহিনী। এর আগে ইসরাইলি বাহিনীর হামলায় ওই এলাকায় কয়েক ডজন মানুষ নিহত হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং ডিপার্টমেন্টের প্রধান ইদ সাব্বাহ বিবিসিকে জানিয়েছেন, শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসরাইলি বাহিনী হাসপাতাল খালি করার জন্য মাত্র ১৫ মিনিট সময় দেয় তাদের। এরপর সেনারা হাসপাতালে প্রবেশ করে বাকি রোগীদের বের করে দেয়।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শুক্রবার তারা ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করছিল। হাসপাতাল এলাকা হামাসের একটি শক্ত ঘাঁটি বলেও জানায় তারা। বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানের আগে হাসপাতাল থেকে রোগী, বেসামরিক নাগরিক ও চিকিৎসকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। তবে ওই হাসপাতালের রোগীদের কোথায় সরানো হবে তা জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

ড. সাব্বাহ বলেন, হাসপাতাল থেকে রোগীদের সরানো বিপজ্জনক। অনেক রোগী আইসিইউতে কোমায় রয়েছেন, অনেকের ভেন্টিলেশন দরকার। তিনি বলেন, ইসরাইলি সেনাদের এসব রোগীদের সরাতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

গাজার সহকারী স্বাস্থ্যমন্ত্রী ড. ইউসেফ আবু-আল রিশ জানান, মুমূর্ষু রোগীদের ইন্দোনেশিয়ান হাসপাতালে নেয়া হয়েছে। তবে ওই হাসপাতালও কার্যক্ষম অবস্থায় নেই। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ান হাসপাতাল মূলত একটি শরণার্থী শিবির। সেখানে রোগীদের রাখার ব্যবস্থা নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজার সর্বশেষ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযান চলাকালে হাসপাতালের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে।

ইসরাইলি ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র শুক্রবার বিবৃতিতে জানান, হাসপাতালের খালি ভবনের এক অংশে আগুন লাগার ঘটনা ঘটে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

এই ঘটনার আগে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানান, ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হাসপাতালের পাঁচজন স্টাফ রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস