০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৯টি অভিযোগের ৫টি তে অভিযান পরিচালিত

সম্প্রতি সময়ে দুদক অভিযান এক(১) বিআরটিএ, পাবনা -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা প্রদানে ঘুস দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে।

পরবর্তীতে ৬ জন দালালকে আটক করা হয় এবং এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকে ১০০০/- টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

দুদক অভিযান দুই(২)উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীতে সরকারি অডিটোরিয়াম ভেঙে প্রায় দুই কোটি টাকার লোহা গোপনে বিক্রি করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ঘটনাস্থলে গিয়ে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, টংগী সরকারি কলেজ, গাজীপুর সংলগ্ন পৌর অডিটোরিয়ামটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং মালামাল অপসারণ করা হয়েছে। কিন্তু অডিটোরিয়ামটির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ কোন নিয়মনীতি না মেনে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই উক্ত অডিটোরিয়াম ভেঙে প্রায় কোটি টাকার রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও কেন মালামাল বিক্রি করা হয়েছে এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।

দুদক অভিযান তিন(৩)কুষ্টিয়ায় (ওপেন মার্কেট সেল) ওএমএস -এর আটা বিক্রয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলা খাদ্য অফিস, কুষ্টিয়া হতে ওএমএস -এর আটা বিক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই ও সংগ্রহ করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা দুদক টিমকে জানান যে, সরকারি নীতিমালার আলোকে নির্ধারিত মিলসমূহের মাধ্যমে সরকারি বরাদ্দকৃত গম ভেঙ্গে আটা তৈরী করে তা ডিলারের মাধ্যমে কুষ্টিয়া শহরে বিক্রয় করা হয়।

সরেজমিন পরিদর্শনে বিএসটিআই -এর একটি বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে বিক্রয়ের জন্য সংরক্ষিত আটার নমুনা সংগ্রহ করা হয়। টিম কর্তৃক পরবর্তীতে জেলা খাদ্য অফিস নির্ধারিত আটার মিলে চলমান আটা তৈরীর প্রক্রিয়া পরীক্ষা করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও আটার নমুনা সংক্রান্তে বিএসটিআই কর্তৃক বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক অভিযান চার(৪)রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে প্রথমে টিম লংগদুর মাইনীমুখ বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই লেকের ভরাটকৃত অংশ সরেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম জানতে পারে, উল্লিখিত জায়গাটুকু ভরাট করার ফলে জনগণের ব্যাপক ভোগান্তি ও দূর্ভোগ সৃষ্টি হয়েছে। অভিযানকালে আরও জানা যায়, উক্ত জমি ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা এবং উচ্চ আদালতে রীট মামলা চলমান আছে। অভিযানকালে প্রাপ্ত সকল তথ্য যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক অভিযান পাঁচ (৫)মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক-নার্সদের বিরুদ্ধে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অবহেলা এবং হাসপাতাল থেকে ঔষধ প্রদান না করে বাহির থেকে ঔষধ ক্রয় করতে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে টিম ছদ্মবেশে যাচাই করে হাসপাতালের বাহিরের ফার্মেসী থেকে ঔষধ ক্রয়ের তথ্যের প্রাথমিক সত্যতা পায়। এছাড়াও টিম হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং প্রতিদিনের খাবারে পথ্য স্কেলের কম পরিমাণ খাবার সরবরাহের প্রমাণ পায়। টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৯টি অভিযোগের ৫টি তে অভিযান পরিচালিত

প্রকাশিত : ০২:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

সম্প্রতি সময়ে দুদক অভিযান এক(১) বিআরটিএ, পাবনা -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবা প্রদানে ঘুস দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে।

পরবর্তীতে ৬ জন দালালকে আটক করা হয় এবং এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকে ১০০০/- টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

দুদক অভিযান দুই(২)উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীতে সরকারি অডিটোরিয়াম ভেঙে প্রায় দুই কোটি টাকার লোহা গোপনে বিক্রি করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ঘটনাস্থলে গিয়ে এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, টংগী সরকারি কলেজ, গাজীপুর সংলগ্ন পৌর অডিটোরিয়ামটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং মালামাল অপসারণ করা হয়েছে। কিন্তু অডিটোরিয়ামটির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ কোন নিয়মনীতি না মেনে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই উক্ত অডিটোরিয়াম ভেঙে প্রায় কোটি টাকার রডসহ অন্যান্য মালামাল বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আদালতের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও কেন মালামাল বিক্রি করা হয়েছে এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।

দুদক অভিযান তিন(৩)কুষ্টিয়ায় (ওপেন মার্কেট সেল) ওএমএস -এর আটা বিক্রয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলা খাদ্য অফিস, কুষ্টিয়া হতে ওএমএস -এর আটা বিক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র যাচাই-বাছাই ও সংগ্রহ করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা দুদক টিমকে জানান যে, সরকারি নীতিমালার আলোকে নির্ধারিত মিলসমূহের মাধ্যমে সরকারি বরাদ্দকৃত গম ভেঙ্গে আটা তৈরী করে তা ডিলারের মাধ্যমে কুষ্টিয়া শহরে বিক্রয় করা হয়।

সরেজমিন পরিদর্শনে বিএসটিআই -এর একটি বিশেষজ্ঞ টিমের উপস্থিতিতে বিক্রয়ের জন্য সংরক্ষিত আটার নমুনা সংগ্রহ করা হয়। টিম কর্তৃক পরবর্তীতে জেলা খাদ্য অফিস নির্ধারিত আটার মিলে চলমান আটা তৈরীর প্রক্রিয়া পরীক্ষা করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও আটার নমুনা সংক্রান্তে বিএসটিআই কর্তৃক বিশেষজ্ঞ প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক অভিযান চার(৪)রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে প্রথমে টিম লংগদুর মাইনীমুখ বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই লেকের ভরাটকৃত অংশ সরেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম জানতে পারে, উল্লিখিত জায়গাটুকু ভরাট করার ফলে জনগণের ব্যাপক ভোগান্তি ও দূর্ভোগ সৃষ্টি হয়েছে। অভিযানকালে আরও জানা যায়, উক্ত জমি ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা এবং উচ্চ আদালতে রীট মামলা চলমান আছে। অভিযানকালে প্রাপ্ত সকল তথ্য যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক অভিযান পাঁচ (৫)মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক-নার্সদের বিরুদ্ধে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অবহেলা এবং হাসপাতাল থেকে ঔষধ প্রদান না করে বাহির থেকে ঔষধ ক্রয় করতে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে টিম ছদ্মবেশে যাচাই করে হাসপাতালের বাহিরের ফার্মেসী থেকে ঔষধ ক্রয়ের তথ্যের প্রাথমিক সত্যতা পায়। এছাড়াও টিম হাসপাতালের রোগীদের খাবার সরবরাহে অনিয়ম এবং প্রতিদিনের খাবারে পথ্য স্কেলের কম পরিমাণ খাবার সরবরাহের প্রমাণ পায়। টিম কর্তৃক অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস