০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

পরিবর্তন-এর রজতজয়ন্তী পর্ব বুধবার

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ ২৫তম পর্বে পা রাখতে যাচ্ছে। রজতজয়ন্তীর এই পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আগামীকাল বুধবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

৭০ জন সংগীত, অভিনয় ও নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এবারের পর্বে। এবারের পরিবর্তনের জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে পুরনো ৩টি গান। ২৫ বছর পর জনপ্রিয় ব্যান্ডদল রেনেসাঁর জনপ্রিয় গান ‘হৃদয় কাঁদামাটি কোনো মূর্তি নয়’ গানটি নতুন করে তৈরি করা হয়েছে। সুজন আরিফের সংগীতায়োজনে গানটি গাইবেন সংগীত শিল্পী সাব্বির, পারভেজ সাজ্জাদ, ইউসুফ খান, সম্রাট, খাইরুল ওয়াসি, সানবিম, শামীম, পুলক অধিকারী, অপু আমান ও মেহরাব।

চারটি জনপ্রিয় লোকগানের অংশবিশেষের সমন্বয়ে জাহিদ বাশার পংকজের কম্পোজিশনে করা গানগুলো গাইবেন দশজন নারী সংগীতশিল্পী।

তারা হলেন- হৈমন্তী রক্ষিত, নওরিন, বেলী আফরোজ, আয়েশা মৌসুমী, শাহীনা হক, বৃষ্টি, টিনা মোস্তারি, লাবণ্য, আর্ণিক ও প্রিয়াংকা বিশ্বাস। কি জ্বালা দিয়া গেলা মোরে- গানটি গাইবেন রেশাদ মাহমুদ, রমা, তানজিনা রুমা, শুভ, আনিকা তাসনীম, রেশমী মির্জা, ঐশী, কৃতি, নাজু ও উপমা। চারটি গানের অংশবিশেষের সঙ্গে নাঈম ড্যান্স কোম্পানীর ২০ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবেন। নৃত্যশিল্পী হলেন নাঈম-প্রিয়া, তুষার-মীম চৌধুরী, নীল-সালসাবিল লাবণ্য। ২৫ বিষয়ক বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক প্রতিযোগিতা পর্ব মিলনায়তনের উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে সাজানো হয়েছে।

সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ থাকছে এবারের পর্বে। নাট্যাংশগুলোতে অভিনয় করবেন- দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন প্রমুখ নিয়মিত শিল্পী। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

পরিবর্তন-এর রজতজয়ন্তী পর্ব বুধবার

প্রকাশিত : ১০:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ ২৫তম পর্বে পা রাখতে যাচ্ছে। রজতজয়ন্তীর এই পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আগামীকাল বুধবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

৭০ জন সংগীত, অভিনয় ও নৃত্যশিল্পী অংশ নিয়েছেন এবারের পর্বে। এবারের পরিবর্তনের জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে পুরনো ৩টি গান। ২৫ বছর পর জনপ্রিয় ব্যান্ডদল রেনেসাঁর জনপ্রিয় গান ‘হৃদয় কাঁদামাটি কোনো মূর্তি নয়’ গানটি নতুন করে তৈরি করা হয়েছে। সুজন আরিফের সংগীতায়োজনে গানটি গাইবেন সংগীত শিল্পী সাব্বির, পারভেজ সাজ্জাদ, ইউসুফ খান, সম্রাট, খাইরুল ওয়াসি, সানবিম, শামীম, পুলক অধিকারী, অপু আমান ও মেহরাব।

চারটি জনপ্রিয় লোকগানের অংশবিশেষের সমন্বয়ে জাহিদ বাশার পংকজের কম্পোজিশনে করা গানগুলো গাইবেন দশজন নারী সংগীতশিল্পী।

তারা হলেন- হৈমন্তী রক্ষিত, নওরিন, বেলী আফরোজ, আয়েশা মৌসুমী, শাহীনা হক, বৃষ্টি, টিনা মোস্তারি, লাবণ্য, আর্ণিক ও প্রিয়াংকা বিশ্বাস। কি জ্বালা দিয়া গেলা মোরে- গানটি গাইবেন রেশাদ মাহমুদ, রমা, তানজিনা রুমা, শুভ, আনিকা তাসনীম, রেশমী মির্জা, ঐশী, কৃতি, নাজু ও উপমা। চারটি গানের অংশবিশেষের সঙ্গে নাঈম ড্যান্স কোম্পানীর ২০ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবেন। নৃত্যশিল্পী হলেন নাঈম-প্রিয়া, তুষার-মীম চৌধুরী, নীল-সালসাবিল লাবণ্য। ২৫ বিষয়ক বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক প্রতিযোগিতা পর্ব মিলনায়তনের উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে সাজানো হয়েছে।

সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশ থাকছে এবারের পর্বে। নাট্যাংশগুলোতে অভিনয় করবেন- দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন প্রমুখ নিয়মিত শিল্পী। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।