০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট এক দিনে চার অভিযান

অভিযান এক(১) রাজধানীর আগারগাঁও -এর আইসিটি টাওয়ার ভবনে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করা দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন “ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)” প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২৫৪১ কোটি টাকা ধরা হলেও সংশোধন করে ব্যয় ২৮০৭ কোটি টাকা ধরা হয়। প্রকল্পটির মেয়াদ ছিল ৫ বছর তথা ২০২২-২০২৬ পর্য পর্যন্ত হলেও ২০২৫ সালের জানুয়ারি মাসেও উক্ত প্রকল্পের প্রায় ১৩-১৪% বাস্তবায়িত হয়েছে ।

প্রকল্পের আওতায় ইউনিফায়েড কমিউনিকেশন কম্পোনেন্ট এবং ন্যাশনাল জব পোর্টালসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক ইভেন্ট/অঙ্গ সেগুলো এখনো চালু করা হয়নি মর্মে টিম জানতে পারে। সার্বিক পর্যালোচনায় প্রকল্পটির বিভিন্ন ইভেন্ট বা কার্যক্রম বাস্তবায়ন ধীরগতির ছিল মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। প্রকল্প সংক্রান্ত সকল তথ্য পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান দুই(২) সাতক্ষীরায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিকমূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে স্থানীয় তালা ও পাটকেলঘাটা বাজার পরিদর্শনে কৃষকদের নিকট সরকারের নির্ধারিত মূল্যের অধিকমূল্যে সার বিক্রয়ের প্রথমিক সত্যতা পাওয়া যায়। অধিকন্তু বিএডিসি’র লাইসেন্সধারী দোকানে ইউরিয়া সার বিক্রয়ের অনুমোদন না থাকলেও অবৈধভাবে বিক্রয় করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে অবহিত করা হয় এবং অভিযান সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সরেজমিনে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান চার(৩)বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) -এর “ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণ” শীর্ষক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ১৯কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, উক্ত প্রকল্পে ৯৫টি লটে মোট প্রাক্কলিত মূল্য ২২,২০,০১১/- টাকা। টিম জানতে পারে, কাজটি ইজিপিতে ওপেন টেন্ডারিং মেথডে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান চার(৪) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান ও নির্বাহীদের বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে চাঁদা উত্তোলন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান চলাকালে বিভিন্ন রেকর্ডপত্র ও বিএবি’র ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় যে, বিএবি’র আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে বিধান না থাকা সত্ত্বেও উক্ত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মজুমদার ও অন্য সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছেন, যা বিএবির আয়-ব্যয় হিসেবে যথাযথভাবে প্রতিফলন হয়নি। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

দুদক এনফোর্সমেন্ট ইউনিট এক দিনে চার অভিযান

প্রকাশিত : ০১:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

অভিযান এক(১) রাজধানীর আগারগাঁও -এর আইসিটি টাওয়ার ভবনে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করা দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন “ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)” প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২৫৪১ কোটি টাকা ধরা হলেও সংশোধন করে ব্যয় ২৮০৭ কোটি টাকা ধরা হয়। প্রকল্পটির মেয়াদ ছিল ৫ বছর তথা ২০২২-২০২৬ পর্য পর্যন্ত হলেও ২০২৫ সালের জানুয়ারি মাসেও উক্ত প্রকল্পের প্রায় ১৩-১৪% বাস্তবায়িত হয়েছে ।

প্রকল্পের আওতায় ইউনিফায়েড কমিউনিকেশন কম্পোনেন্ট এবং ন্যাশনাল জব পোর্টালসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক ইভেন্ট/অঙ্গ সেগুলো এখনো চালু করা হয়নি মর্মে টিম জানতে পারে। সার্বিক পর্যালোচনায় প্রকল্পটির বিভিন্ন ইভেন্ট বা কার্যক্রম বাস্তবায়ন ধীরগতির ছিল মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। প্রকল্প সংক্রান্ত সকল তথ্য পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান দুই(২) সাতক্ষীরায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিকমূল্যে কৃষকদের নিকট সার বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে স্থানীয় তালা ও পাটকেলঘাটা বাজার পরিদর্শনে কৃষকদের নিকট সরকারের নির্ধারিত মূল্যের অধিকমূল্যে সার বিক্রয়ের প্রথমিক সত্যতা পাওয়া যায়। অধিকন্তু বিএডিসি’র লাইসেন্সধারী দোকানে ইউরিয়া সার বিক্রয়ের অনুমোদন না থাকলেও অবৈধভাবে বিক্রয় করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে অবহিত করা হয় এবং অভিযান সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সরেজমিনে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান চার(৩)বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) -এর “ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণ” শীর্ষক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ১৯কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, উক্ত প্রকল্পে ৯৫টি লটে মোট প্রাক্কলিত মূল্য ২২,২০,০১১/- টাকা। টিম জানতে পারে, কাজটি ইজিপিতে ওপেন টেন্ডারিং মেথডে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান চার(৪) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান ও নির্বাহীদের বিভিন্ন ব্যাংক থেকে বেআইনিভাবে চাঁদা উত্তোলন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান চলাকালে বিভিন্ন রেকর্ডপত্র ও বিএবি’র ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় যে, বিএবি’র আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে বিধান না থাকা সত্ত্বেও উক্ত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মজুমদার ও অন্য সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলেছেন, যা বিএবির আয়-ব্যয় হিসেবে যথাযথভাবে প্রতিফলন হয়নি। এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

ডিএস//