কেনিয়ায় জন্ম নেয়া কৃষ্ণাঙ্গ একটি গণ্ডার শাবকের নাম রাখা হয়েছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক দূত ও বলিউড অভিনেত্রী এবং প্রযোজক দিয়া মির্জার নামে। গত অক্টোবরে পৃথিবীর আলো দেখা এ কৃষ্ণাঙ্গ গণ্ডারটিকে এখন ডাকা হচ্ছে ‘দিয়া মির্জা’ নামে।
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা জাতিসংঘের পরিবেশ বিষয়ক দূত হিসাবে কাজ করছেন। তার অনবদ্য কাজের সম্মানেই কৃষ্ণাঙ্গ এ গণ্ডার শাবকের নাম ‘দিয়া মির্জা’ রাখা হয়েছে। কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণ কর্তৃপক্ষ এর জন্য এক চিঠি দিয়ে দিয়া মির্জাকে ধন্যবাদও জানিয়েছেন।

এদিকে নিজের নামে গণ্ডার শাবকের নাম রাখায় এক টুইট বার্তায় দিয়া মির্জাও কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে শাবকটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ট্যাগ করে শেয়ার করতে বলেছেন বলিউডের এ অভিনেত্রী।
এর আগেও লখনউয়ের দুই চিতা শাবক অশোক এবং নক্ষত্র-কে দত্তক নিয়েছিলেন দিয়া মির্জা। এছাড়া জাতিসংঘের পরিবেশ বিষয়ক দূত হওয়ার পর বলিউডের থেকে অন্যান্য সামাজিক কাজে দিয়াকে বেশি দেখা যায়।
উল্লেখ্য, বিরল প্রজাতির শেষ সাদা গণ্ডারের মৃত্যু হয়েছে সুদানে। সেখানে কেনিয়ার সেই সংরক্ষিত অভয়ারণ্য ‘পেজেতা’-তেই জন্ম হয় দিয়ার।


























