০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৮৫

ইসরায়েলের বিমানবাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান জানিয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছে।

এই  ইউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সংস্থাটি এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট বিক্ষোভ চলাকালেও বিশদভাবে হতাহতের হিসাব সরবরাহ করেছিল। সংস্থাটি দাবি করে, তারা ইরানে নিজেদের গড়ে তোলা একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় প্রতিবেদনগুলো যাচাই করে।

এতে বোঝা যাচ্ছে, ইসরায়েলের হামলায় ইরানে প্রকৃত হতাহতের সংখ্যা ইরানি সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে।

ডিএস./

 

ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৫৮৫

প্রকাশিত : ১২:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

ইসরায়েলের বিমানবাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বুধবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ নিয়মিতভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান জানিয়েছিল, ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছে।

এই  ইউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সংস্থাটি এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট বিক্ষোভ চলাকালেও বিশদভাবে হতাহতের হিসাব সরবরাহ করেছিল। সংস্থাটি দাবি করে, তারা ইরানে নিজেদের গড়ে তোলা একটি অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় প্রতিবেদনগুলো যাচাই করে।

এতে বোঝা যাচ্ছে, ইসরায়েলের হামলায় ইরানে প্রকৃত হতাহতের সংখ্যা ইরানি সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে।

ডিএস./