দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘দেবী’। অন্যদিকে কলকাতায় ‘ক্রিসক্রস’ ছবির মুক্তির তারিখও ঘনিয়ে আসছে। বর্তমানে অনেকটা ঘন ঘন বাংলাদেশ টু কলকাতা যেতে হচ্ছে তার।
অভিনয়ের পাশাপাশি জয়া তার প্রযোজন সংস্থা ‘সি তে সিনেমা’ থেকে ‘দেবী’ ছবিটি নির্মাণ করেছেন। আর ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।
জয়া বর্তমানে ‘দেবী’ প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি বুয়েটে তারা ছবিটির প্রচারণার জন্য যান। ছবি মুক্তির আগে প্রচারণার দিকে বেশ জোর দিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে জয়া বলেন, ‘প্রচারণা ছবির একটি অংশ। সেটি আমরা করছি। আমি চাই দেবী সকল দর্শকের কাছে পৌঁছে যাক। সেই লক্ষ্যেই প্রচারণা করছি। এদিকে কলকাতায়ও আমার ক্রিসক্রস সিনেমাটি মুক্তির অপেক্ষায়। যে কারণে সেখানেও বারবার যেতে হচ্ছে।’
চলচ্চিত্রটি প্রসঙ্গে জয়া আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি উপন্যাসের সাথে ছবিটির মিল রাখার। হুমায়ূন আহমেদের গল্প পাঠকদের মাথায় গেঁথে থাকে। সেই জায়গা থেকে এই উপন্যাসটির চিত্রনাট্য তৈরি করা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল।’
হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’ ছবিটি। যেখানে মিসির আলী চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ‘আয়নাবাজি’ পর আবারো চঞ্চলের অভিনয় মুন্সিয়ানা দেখতে অপেক্ষায় আছেন দর্শক।


























