ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (২৮) নামের এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই অভিযানে তার সঙ্গীয় তিন মাদক কারবারী আক্কাস মিয়া (৪০),মোঃ মতিন মিয়া (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৮) অভিযান টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। যাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (২০ জুলাই) ভোর ০৬ঃ১০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানার কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকা হতে উপরে উল্লেখিত ৭০ কেজি গাঁজা উদ্ধার করে এবং এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, গ্রেফতার হওয়া আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।এবং ধৃত আসামীকে অত্র ই আদালতে সোপর্দ করা হয়েছে।
পাশাপাশি পালিয়ে যাওয়া তিন মাদক কারবারীকে গ্রেফতারে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।
ডিএস./