নতুন ডিজাইন,আধুনিক ফিচার এবং অধিক মাইলেজ নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে টিভিএস লুব।
শনিবাবার (১৯ জুলাই) সকালে রংপুর নগরীর আরকে রোডস্থ স্কাইলন হোটেলে রংপুর বিভাগের ডিলার ও পরিবেশকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে নতুন এই মোড়কের উদ্বোধন করা এসময় রংপুর বিভাগের আট জেলার টিভিএস লুব ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টিভিএস কর্তৃপক্ষ জানান,নতুন প্রযুক্তিনির্ভর এই লুব জ্বালানি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে টিভিএস-এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে বলে জানান তারা।রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ডিলার ও পরিবেশকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় তারা জানান,আধুনিক ডিজাইন ও উন্নত ফিচারসমৃদ্ধ নতুন এই রূপে টিভিএস ব্র্যান্ডের বাজারগ্রহণযোগ্যতা আরও বাড়বে।
একই দিনে, টিভিএস-এর নতুন লুব্রিকেন্টসের মোড়কও উন্মোচন করা হয়। মদিনা অটো পার্টসের উদ্যোগে আয়োজিত এই পর্বে লুব ব্যবহারকারী ও পার্টস ব্যবসায়ীদের জন্য ‘অরিজিনাল অথোরাইজড পার্টস ও লুব’ সহজে শনাক্ত ও সংগ্রহযোগ্য করে তোলার বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা অটো পার্টসের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ জিয়াউল করিম, টিভিএস-এর হেড অব স্পেয়ার পার্টস মো. মাহফুজুর রহমানসহ টিভিএস এবং মদিনা অটো পার্টস সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার বিশিষ্ট পার্টস ও লুব ব্যবসায়ীরা।
ডিএস./