ইউটিউব দেখে ওজন কমাতে তিন মাস শুধু ফলের জুস পান করছিল ১৭ বছর বয়সী এক তরুণ। তিন মাসের কঠোর ডায়েটের পর বৃহস্পতিবার (২৪ জুলাই) ওই তরুণের মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচেলে এলাকায় ঘটেছে।
শনিবার (২৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, ইউটিউবের একটি চ্যানেলের পরামর্শ মেনে ডায়েট করছিল ওই তরুণ। তিন মাস ধরে শুধু ফলের জুস পান করছিল। অতিরিক্ত ডায়েট করার পর বৃহস্পতিবার ওই তরুণ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয় তার। তারপর মৃত্যু হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত তরুণের নাম শক্তিশ্বরণ। তার পরিবার জানিয়েছে, বিগত তিন মাস কোনো চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ না নিয়ে ডায়েট করছিল শক্তিশ্বরণ। ডায়েটের জন্য একটি ইউটিউব চ্যানেলের ওপর ভরসা করে সে। সম্প্রতি কিছু ওষুধও খাচ্ছিল। ব্যায়ামও শুরু করেছিল। তিন মাসে বেশ কিছুটা ওজনও কমে তার।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, বৃহস্পতিবার শক্তিশ্বরণের বাড়িতে একটি পূজার আয়োজন করা হয়েছিল। ওই দিন প্রথম ভারী খাবার খেয়েছিল সে। তবে সেই খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই বমি করতে শুরু করে শক্তিশ্বরণ। তীব্র অস্বস্তি অনুভব করে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডেকে পাঠানো হয়। চিকিৎসক এসে শক্তিশ্বরণকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও চিকিৎসকেরা এখনও শক্তিশ্বরণের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি। তবে অনুমান করা হচ্ছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে তার। কঠোর ডায়েটের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএস./




















