০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

এখনই কেন বিয়ে করে নিতে হবে?

পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিমি বলেন, উফ, কেন! আমার তো মোটে ২৮ বছর বয়স! এখনই কেন বিয়ে করে নিতে হবে?

দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।

এই অভিনেত্রী সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন।

তিনি বলেন, আমি কিন্তু কখনওই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারও কাছে গল্প করতে যাই না। বেশির ভাগ সময়ে দেখেছি লেখা হয়, মিমি নাকি এ রকম করেছে, তা হলে কি ব্যাপারটা এই… এ সব।

নায়িকা বলেন, কোথাও আমার বক্তব্য পাবেন না কিন্তু। এবং আমার মন্তব্য থাকে না বলেই লোকে ধারণা করে নেয়, মিমি এখানে গিয়েছে, ওখানে পার্টি করছে… এর ফলে মুশকিলটা হয়, আমার বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়ে যায়।

তিনি বলেন, আমার কাছে কমফর্ট খুব বড় ব্যাপার। স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট চরিত্রগুলোয় আমি নিজে খুব কমফর্টেবল। আর দেখেছি, প্রযোজক বা পরিচালকরা আমাকে এমন চরিত্রে ভাবেন, যেখানে মেয়েটি বেশ টাফ।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এখনই কেন বিয়ে করে নিতে হবে?

প্রকাশিত : ০৩:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮

পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিমি বলেন, উফ, কেন! আমার তো মোটে ২৮ বছর বয়স! এখনই কেন বিয়ে করে নিতে হবে?

দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী।

এই অভিনেত্রী সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন।

তিনি বলেন, আমি কিন্তু কখনওই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারও কাছে গল্প করতে যাই না। বেশির ভাগ সময়ে দেখেছি লেখা হয়, মিমি নাকি এ রকম করেছে, তা হলে কি ব্যাপারটা এই… এ সব।

নায়িকা বলেন, কোথাও আমার বক্তব্য পাবেন না কিন্তু। এবং আমার মন্তব্য থাকে না বলেই লোকে ধারণা করে নেয়, মিমি এখানে গিয়েছে, ওখানে পার্টি করছে… এর ফলে মুশকিলটা হয়, আমার বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়ে যায়।

তিনি বলেন, আমার কাছে কমফর্ট খুব বড় ব্যাপার। স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট চরিত্রগুলোয় আমি নিজে খুব কমফর্টেবল। আর দেখেছি, প্রযোজক বা পরিচালকরা আমাকে এমন চরিত্রে ভাবেন, যেখানে মেয়েটি বেশ টাফ।