০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আগস্টে মুক্তির মিছিলে ১০ ছবি

কোরবানির ঈদ উপলক্ষে এ মাসেই মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছে শাকিব খান-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। ইতোমধ্যে ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ছবির শুটিং পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ঈদে মুক্তির বিষয়ে পরিচালক সুমন বলেন, আমরা ছবিটি আসছে ঈদে মুক্তি দেব। তাই টানা শুটিং করছি। কিন্তু গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই আমরা ফাঁকে ফাঁকে শুটিং করে যাচ্ছি। এখন আমরা ইনডোরে শুটিং করছি। বৃষ্টি থেমে গেলে বাইরে শুটিং করছি। ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছি আমরা। আগামী সপ্তাহে আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করব।

এ পরিচালক আরো বলেন, ‘বাকি আছে ছবির একটি আইটেম গান ও শাকিব-বুবলীর রোমান্টিক দুটি গান। ছবির ডাবিং এরই মধ্যে শেষ করেছি। এডিটিং একই তালে এগিয়ে চলছে। যে কদিন শুটিং করব তার সঙ্গে শুধু ডাবিং করে নিলেই হবে।’

ছবিটিতে দুই অভিনেতাকেই দেখা যাবে ভয়ঙ্কর সন্ত্রাসী রূপে। এমনটাই জানান ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। শাকিব ও বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, অমিত হাসান, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ।

বেপরোয়া

এ মাসে ঈদ উপলক্ষে মুক্তি পাবে ‘বেপরোয়া’ ছবিটি। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল ‘দহন’ ঈদুল আজহায় মুক্তির টাগের্ট করে নিমির্ত হচ্ছে। তবে সম্প্রতি প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবতের্ ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

অতি সম্প্রতি ‘বেপরোয়া’র ফাস্টর্ লুক প্রকাশ হয়েছে। এই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত আছে। বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নিমার্তা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। আসন্ন ঈদে ‘বেপরোয়া’ মুক্তি পাবে খবরটি নিশ্চিত করেছেন নায়ক রোশান নিজেও।

তিনি বলেন, ‘‘বেপরোয়া’ ঈদুল আজহায় মুক্তি পাবে। আমি মনে করি এটি ঈদে মুক্তি পাওয়ার মতো ছবি। এতদিন মুক্তি পায়নি কারণ, বড় একটি উৎসব খোঁজা হচ্ছিল। আমার প্রথম ছবি ‘রক্ত’-এর চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘বেপরোয়া’। বড় বাজেট, ভালো নিমার্তা, দুদার্ন্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আসছে এই ‘বেপরোয়া’তে। আমি বিশ্বাস করি ঈদে খুব ভালো চলবে ‘বেপরোয়া’। ঈদে মুক্তির লক্ষ্যে ৩০ জুলাই পোস্টারের জন্য শুট করেছি । তিনটি গানের শুটিং বাকি আছে। আগামী ৫ আগস্ট এর শুটিংয়ে থাইল্যান্ড যাব আমি এবং ববি। গান করলেই শেষ।’’

জান্নাত

এ মাসেই ঈদ উপলক্ষে সাইমন অভিনীত ‘জান্নাত’ ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সাইমনের বিপরীতে আছেন মাহিয়া মাহি। এর মাধ্যমে ‘পোড়ামন’-এর পাঁচ বছর পর পদার্য় ফিরবে সেই হিট জুটি। সাথে আছেন মিশা সওদাগর ও আলীরাজ। মাসখানেক আগে প্রকাশ হওয়া ‘জান্নাত’-এর টিজার প্রশংসিত হয়েছে। পেয়ে গেছে সেন্সর সনদও।

মাতাল

চলতি মাসে মুক্তির মিছিলে রয়েছে ‘মাতাল’। ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিষেক হবে অধরা খানের। আরো আছেন শিপন মিত্র ও অরিন।

মনে রেখো ও তুই শুধু আমার

জান্নাত ছাড়াও এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত আরো দুটি ছবি মুক্তি পাবে। ঈদুল আজহাতে দেশব্যাপী মুক্তি পেতে পারে তার অভিনীত ‘মনে রেখো’ ও ‘তুই শুধু আমার’। এরমধ্যে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতার এসকে মুভিজ। পরিচালক অনন্য মামুন ও জয়দীপ মুখাজীর্। এই ছবিটিও ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, দুই ছবির নায়কই কলকাতার।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হাটির্বট কথাচিত্রের ব্যানারে নিমির্ত হয়েছে ‘মনে রেখো’। প্রযোজকসূত্রে জানা গেছে, ‘মনে রেখো’ ছবির সব কাজ শেষ। মুক্তির জন্য তৈরি আছে। ইচ্ছে আছে ঈদে মুক্তি দেয়ার। চ‚ড়ান্ত ঘোষণার জন্য আরও কদিন অপেক্ষা করতে হবে।

ওয়াজেদ আলী সুমন পরিচালনা করেছেন ‘মনে রেখো’। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘‘মনে রেখো’র কাজ শেষ। মুক্তির জন্য প্রস্তুত। সেন্সর বাকি আছে। প্রযোজক যদি চান, তিনি ঈদে মুক্তি দিতে পারেন।

রাত্রির যাত্রী

‘রাত্রির যাত্রী’ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কোরবানি ঈদে এটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নিমার্তা। ছবিটির শুটিং ২০১৫ সালে শুরু হয়ে শেষ হয় চলতি বছরের শুরুতে। সম্প্রতি বিনাকতের্ন ছবিটি ছাড়পত্র পেয়েছে। হাবিবুল ইসলাম হাবিব বলেন, “নানা কারণে ‘রাত্রির যাত্রী’ শেষ করতে বেগ পেতে হয়েছে। তাই এত সময় লেগেছে। তবে সব শঙ্কা কাটিয়ে আমরা ছবিটি শেষ করতে পেরেছিÑ এটাই খুশির বিষয়।” ছবিটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের টাগের্ট হচ্ছে আসন্ন কোরবানি ঈদে মুক্তি দেব। সে অনুযায়ী এখন প্রস্তুতি নিচ্ছি।’

নোলক

আসছে ঈদেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রাশেদ রাহার পরিচালিত প্রথম ছবি ‘নোলক’। তবে এরইমধ্যে সিনেমাটি ‘ছিনতাই’য়ের অভিযোগ উঠেছে খোদ প্রযোজকের বিরুদ্ধে। প্রযোজক ও নতুন পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাশেদ রাহা। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, মৌসুমী ও ওমর সানী।

ফিদা এবং পিয়ারে

আসছে ঈদুল আজহায় কোন কোন সিনেমা মুক্তি পাবে তা নিয়ে এখনো নানা জল্পনা-কল্পনা চলছে। তার আগে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার দুই ছবি ‘ফিদা’ এবং ‘পিয়ারে’। বিনিময়ের (সাফটা চুক্তি) মাধ্যমে ছবি দুটি মুক্তি পাবে পরপর দুই সপ্তাহে। দুই ছবিই বাংলাদেশে মুক্তির জন্য পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কণর্ধার আবদুল আজিজ বলেন, ‘ফিদা’ এবং ‘পিয়ারে’ ছবি দুটি সেন্সর পেয়েছে। আগামী শুক্রবার (৩ আগস্ট) মুক্তি পাবে ‘ফিদা’। পরের সপ্তাহে ১০ আগস্ট মুক্তি পাবে ‘পিয়ারে’। ‘ফিদা’তে অভিনয় করেছেন ইয়াশ এবং অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। পিয়ারে ছবিতে অভিনয় করেছেন সোহম ও শ্রাবন্তী।

 

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগস্টে মুক্তির মিছিলে ১০ ছবি

প্রকাশিত : ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮

কোরবানির ঈদ উপলক্ষে এ মাসেই মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছে শাকিব খান-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি। ইতোমধ্যে ছবিটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ছবির শুটিং পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ঈদে মুক্তির বিষয়ে পরিচালক সুমন বলেন, আমরা ছবিটি আসছে ঈদে মুক্তি দেব। তাই টানা শুটিং করছি। কিন্তু গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই আমরা ফাঁকে ফাঁকে শুটিং করে যাচ্ছি। এখন আমরা ইনডোরে শুটিং করছি। বৃষ্টি থেমে গেলে বাইরে শুটিং করছি। ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছি আমরা। আগামী সপ্তাহে আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করব।

এ পরিচালক আরো বলেন, ‘বাকি আছে ছবির একটি আইটেম গান ও শাকিব-বুবলীর রোমান্টিক দুটি গান। ছবির ডাবিং এরই মধ্যে শেষ করেছি। এডিটিং একই তালে এগিয়ে চলছে। যে কদিন শুটিং করব তার সঙ্গে শুধু ডাবিং করে নিলেই হবে।’

ছবিটিতে দুই অভিনেতাকেই দেখা যাবে ভয়ঙ্কর সন্ত্রাসী রূপে। এমনটাই জানান ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। শাকিব ও বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন সম্রাট, মিশা সওদাগর, অমিত হাসান, বড়দা মিঠু, ডন, শিবা শানু প্রমুখ।

বেপরোয়া

এ মাসে ঈদ উপলক্ষে মুক্তি পাবে ‘বেপরোয়া’ ছবিটি। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল ‘দহন’ ঈদুল আজহায় মুক্তির টাগের্ট করে নিমির্ত হচ্ছে। তবে সম্প্রতি প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবতের্ ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

অতি সম্প্রতি ‘বেপরোয়া’র ফাস্টর্ লুক প্রকাশ হয়েছে। এই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত আছে। বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নিমার্তা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। আসন্ন ঈদে ‘বেপরোয়া’ মুক্তি পাবে খবরটি নিশ্চিত করেছেন নায়ক রোশান নিজেও।

তিনি বলেন, ‘‘বেপরোয়া’ ঈদুল আজহায় মুক্তি পাবে। আমি মনে করি এটি ঈদে মুক্তি পাওয়ার মতো ছবি। এতদিন মুক্তি পায়নি কারণ, বড় একটি উৎসব খোঁজা হচ্ছিল। আমার প্রথম ছবি ‘রক্ত’-এর চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘বেপরোয়া’। বড় বাজেট, ভালো নিমার্তা, দুদার্ন্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আসছে এই ‘বেপরোয়া’তে। আমি বিশ্বাস করি ঈদে খুব ভালো চলবে ‘বেপরোয়া’। ঈদে মুক্তির লক্ষ্যে ৩০ জুলাই পোস্টারের জন্য শুট করেছি । তিনটি গানের শুটিং বাকি আছে। আগামী ৫ আগস্ট এর শুটিংয়ে থাইল্যান্ড যাব আমি এবং ববি। গান করলেই শেষ।’’

জান্নাত

এ মাসেই ঈদ উপলক্ষে সাইমন অভিনীত ‘জান্নাত’ ছবিটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। সাইমনের বিপরীতে আছেন মাহিয়া মাহি। এর মাধ্যমে ‘পোড়ামন’-এর পাঁচ বছর পর পদার্য় ফিরবে সেই হিট জুটি। সাথে আছেন মিশা সওদাগর ও আলীরাজ। মাসখানেক আগে প্রকাশ হওয়া ‘জান্নাত’-এর টিজার প্রশংসিত হয়েছে। পেয়ে গেছে সেন্সর সনদও।

মাতাল

চলতি মাসে মুক্তির মিছিলে রয়েছে ‘মাতাল’। ছবিটি পরিচালনা করছেন শাহীন সুমন। এ সিনেমায় সাইমনের বিপরীতে অভিষেক হবে অধরা খানের। আরো আছেন শিপন মিত্র ও অরিন।

মনে রেখো ও তুই শুধু আমার

জান্নাত ছাড়াও এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত আরো দুটি ছবি মুক্তি পাবে। ঈদুল আজহাতে দেশব্যাপী মুক্তি পেতে পারে তার অভিনীত ‘মনে রেখো’ ও ‘তুই শুধু আমার’। এরমধ্যে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’। প্রযোজনা করেছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতার এসকে মুভিজ। পরিচালক অনন্য মামুন ও জয়দীপ মুখাজীর্। এই ছবিটিও ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, দুই ছবির নায়কই কলকাতার।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হাটির্বট কথাচিত্রের ব্যানারে নিমির্ত হয়েছে ‘মনে রেখো’। প্রযোজকসূত্রে জানা গেছে, ‘মনে রেখো’ ছবির সব কাজ শেষ। মুক্তির জন্য তৈরি আছে। ইচ্ছে আছে ঈদে মুক্তি দেয়ার। চ‚ড়ান্ত ঘোষণার জন্য আরও কদিন অপেক্ষা করতে হবে।

ওয়াজেদ আলী সুমন পরিচালনা করেছেন ‘মনে রেখো’। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘‘মনে রেখো’র কাজ শেষ। মুক্তির জন্য প্রস্তুত। সেন্সর বাকি আছে। প্রযোজক যদি চান, তিনি ঈদে মুক্তি দিতে পারেন।

রাত্রির যাত্রী

‘রাত্রির যাত্রী’ ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কোরবানি ঈদে এটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নিমার্তা। ছবিটির শুটিং ২০১৫ সালে শুরু হয়ে শেষ হয় চলতি বছরের শুরুতে। সম্প্রতি বিনাকতের্ন ছবিটি ছাড়পত্র পেয়েছে। হাবিবুল ইসলাম হাবিব বলেন, “নানা কারণে ‘রাত্রির যাত্রী’ শেষ করতে বেগ পেতে হয়েছে। তাই এত সময় লেগেছে। তবে সব শঙ্কা কাটিয়ে আমরা ছবিটি শেষ করতে পেরেছিÑ এটাই খুশির বিষয়।” ছবিটি মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের টাগের্ট হচ্ছে আসন্ন কোরবানি ঈদে মুক্তি দেব। সে অনুযায়ী এখন প্রস্তুতি নিচ্ছি।’

নোলক

আসছে ঈদেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রাশেদ রাহার পরিচালিত প্রথম ছবি ‘নোলক’। তবে এরইমধ্যে সিনেমাটি ‘ছিনতাই’য়ের অভিযোগ উঠেছে খোদ প্রযোজকের বিরুদ্ধে। প্রযোজক ও নতুন পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাশেদ রাহা। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, মৌসুমী ও ওমর সানী।

ফিদা এবং পিয়ারে

আসছে ঈদুল আজহায় কোন কোন সিনেমা মুক্তি পাবে তা নিয়ে এখনো নানা জল্পনা-কল্পনা চলছে। তার আগে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার দুই ছবি ‘ফিদা’ এবং ‘পিয়ারে’। বিনিময়ের (সাফটা চুক্তি) মাধ্যমে ছবি দুটি মুক্তি পাবে পরপর দুই সপ্তাহে। দুই ছবিই বাংলাদেশে মুক্তির জন্য পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কণর্ধার আবদুল আজিজ বলেন, ‘ফিদা’ এবং ‘পিয়ারে’ ছবি দুটি সেন্সর পেয়েছে। আগামী শুক্রবার (৩ আগস্ট) মুক্তি পাবে ‘ফিদা’। পরের সপ্তাহে ১০ আগস্ট মুক্তি পাবে ‘পিয়ারে’। ‘ফিদা’তে অভিনয় করেছেন ইয়াশ এবং অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। পিয়ারে ছবিতে অভিনয় করেছেন সোহম ও শ্রাবন্তী।