১৬ই সেপ্টেম্বর বিকেলে পরশুরামে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম, র্যাবের ফেনী ক্যাম্প অধিনায়ক মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন,পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, মন্দির কমিটির সভাপতি দীপ্তি লাল চৌধুরী, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবদুল হালিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















