রাজধানী ঢাকায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অপরাধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ও সাবেক কাউন্সিলরসহ দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। তিনি জানান, গোয়েন্দা তৎপরতায় গতকাল বুধবার রাতে উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহেদ আলী (২১) ও ফার্মগেট এলাকা থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল পাশা (৪৩) কে গ্রেফতার করা হয়।
সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামীলীগের ব্যানারে তাদেরকে ঝটিকা মিছিল করতে দেখা যায়। তিনি আরও জানান, ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেধে তাকে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও তার নিজের ফেসবুক আইডিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে জানতে পারে তারা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ঢাকায় যে মামলা হয়েছে ওই মামলায় তাদের শ্যোন এ্যারেস্ট দেখানো হবে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএস./