ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়েছে।
পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিএফজি ত্রিশাল শাখার কোঅর্ডিনেটর মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের মাঠ সম্বনয়কারী মোহাম্মদ আখতার হোসেন, পিএফজি সদস্য জাহানারা বেগম, রুহুল আমিন বাদল, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী, কবি আরিফুল ইসলাম প্রমুখ।
ডিএস./




















