০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রবিউল গ্রেপ্তার

লালমনিরহাটে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আসামী মো. রবিউল ইসলামকে (২৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে দেলদুয়ারের গজিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলাম পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের মো. তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, ধর্ষণের শিকার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী অভিযুক্ত মো. রবিউল ইসলামের (২৫) নানার বাড়িতে থেকে পড়াশুনা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। ভুক্তভোগীসহ তার সহপাঠীরা গত বছর যাবৎ ধৃত অভিযুক্তের কাছে প্রাইভেট পড়তে যেতো।

প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে তার কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে। যার প্রেক্ষিতে ভিকটিম ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। গত ১৭ জুন রবিউল ইসলাম কিছু দিনের মধ্যে বিবাহ করার কথা বলে পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে শনিবার রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের যৌথ আভিযানে দেলদুয়ার থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রবিউল গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরহাটে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক আসামী মো. রবিউল ইসলামকে (২৫) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে দেলদুয়ারের গজিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলাম পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের মো. তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, ধর্ষণের শিকার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী অভিযুক্ত মো. রবিউল ইসলামের (২৫) নানার বাড়িতে থেকে পড়াশুনা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। ভুক্তভোগীসহ তার সহপাঠীরা গত বছর যাবৎ ধৃত অভিযুক্তের কাছে প্রাইভেট পড়তে যেতো।

প্রাইভেট পড়ানো শেষে অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দিলেও ভুক্তভোগীকে তার কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে। যার প্রেক্ষিতে ভিকটিম ৩ মাস ২৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। গত ১৭ জুন রবিউল ইসলাম কিছু দিনের মধ্যে বিবাহ করার কথা বলে পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে শনিবার রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের যৌথ আভিযানে দেলদুয়ার থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএস./