ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ মামলার পলাতক আসামী চিহ্নিত ও দুর্ধর্ষ টিকেট কালোবাজারি আব্দুল হাকিম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ গত সোমবার সন্ধ্যার পর রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালোবাজারি আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। আমরা এসব মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করা করি। গ্রেপ্তারের পর আসামী মোঃ আব্দুল হাকিমের বিরুদ্ধে বিচারিক ব্যাবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে স্টেশনে যে কোন অনিয়ম ও কালোবাজারি রুখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আব্দুল হাকিমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি সিন্ডিকেট সক্রিয় রয়েছে ।
যে কোন ট্রেনের টিকেট অনলাইনে উন্মুক্ত করা মাত্রই এই সিন্ডিকেট বিভিন্ন মানুষের আইডি ব্যবহার করে বেশ চতুরতার সাথে দ্রুত টিকেট কেটে ফেলে যা নিজেদের কাছে রেখে পরে কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে। এতে ফলে সাধারণ যাত্রীরা ন্যায্যমূল্যে কাউন্টার ও অনলাইন থেকে টিকেট কাটার সুবিধা থেকে হয় বঞ্চিত। আব্দুল হাকিমের গ্রেপ্তারে সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা তাদের কাছে এক প্রকার জিম্মি। প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকুন।
ডিএস./




















