০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘দক্ষ নার্স তৈরি হলে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া যাবে’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ বলেছেন, ডাক্তারদের মানবসেবায় অবদান রাখতে হবে। ভালো চিকিৎসক তৈরি হলেই কেবল মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টিএমএসএস মেডিকেল কলেজের ডা. একেএম মাসুদুর রহমান হলে টিএমসি পরিবার পরিকল্পনা ও ইপিআই ইউনিট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দক্ষ ডাক্তারের পাশাপাশি নার্সদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত দক্ষতা বাড়াতে হলে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ট্রেনিং এবং রিসার্চ প্রয়োজন।

তিনি বলেন, আমার জানা মতে টিএমএসএস মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট দক্ষ শিক্ষক টিম দ্বারা মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদান করে যাচ্ছে।

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রসাসন) মীর সাজেদুর রহমান, পরিচালক (আইইএম) মো. তসলিম উদ্দিন খান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, বগুড়া প্রসেনজিৎ প্রণয় মিশ্র।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস’র উপদেষ্টা আয়েশা বেগম, উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, পরিচালক (হাসপাতাল) ডা. এফ. এম. মুছা আল মানছুর, ডোমেইন প্রধান অধ্যাপক ডা. মো. অনুপ রহমান চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ টিএমএসএস স্বাস্থ্য সেক্টর পরিচালিত পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘দক্ষ নার্স তৈরি হলে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া যাবে’

প্রকাশিত : ০৮:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ বলেছেন, ডাক্তারদের মানবসেবায় অবদান রাখতে হবে। ভালো চিকিৎসক তৈরি হলেই কেবল মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টিএমএসএস মেডিকেল কলেজের ডা. একেএম মাসুদুর রহমান হলে টিএমসি পরিবার পরিকল্পনা ও ইপিআই ইউনিট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দক্ষ ডাক্তারের পাশাপাশি নার্সদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত দক্ষতা বাড়াতে হলে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ট্রেনিং এবং রিসার্চ প্রয়োজন।

তিনি বলেন, আমার জানা মতে টিএমএসএস মেডিকেল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট দক্ষ শিক্ষক টিম দ্বারা মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদান করে যাচ্ছে।

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রসাসন) মীর সাজেদুর রহমান, পরিচালক (আইইএম) মো. তসলিম উদ্দিন খান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, বগুড়া প্রসেনজিৎ প্রণয় মিশ্র।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস’র উপদেষ্টা আয়েশা বেগম, উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, পরিচালক (হাসপাতাল) ডা. এফ. এম. মুছা আল মানছুর, ডোমেইন প্রধান অধ্যাপক ডা. মো. অনুপ রহমান চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ টিএমএসএস স্বাস্থ্য সেক্টর পরিচালিত পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।