টিভি নাটকে এবং টেলিফিল্মে নিয়মিত অভিনয় করছেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে নাটক বা টেলিফিল্মে অভিনয় করা গত এক বছরেরও বেশি সময় ধরে ছেড়েই দিয়েছেন স্পর্শিয়া। খুব ভালো গল্প হলে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা উৎসবে প্রদর্শনের জন্য নির্মিত চলচ্চিত্রগুলোতে অভিনয় করছেন তিনি। গল্প খুব ভালোলাগায় স্পর্শিয়া এরইমধ্যে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাম ‘বান্ধবী’। এই চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন সাফা কবির ও স্পর্শিয়া। এর আগে তারা দু’জন নাটকে অভিনয় করলেও এবারই প্রথম তারা দু’জন কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন।
‘বান্ধবী’র গল্প প্রসঙ্গে এর রচয়িতা ও নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আমার বান্ধবী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প একটু ভিন্ন ধরনের। সাফা এবং স্পর্শিয়ার বন্ধুত্বের গল্প নিয়েই এর কাহিনী এগিয়ে যায়। কিন্তু গল্পের শেষে টুইস্ট আছে, যা সাধারণত আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যায়।’
‘বান্ধবী’তে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ভিকি জাহেদের নির্দেশনায় এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্মাতা হিসেবে নিঃসন্দেহে খুব ভালো একজন নির্মাতা। খুউব যত্ন নিয়ে কাজ করেন। বান্ধবী কাজটা করেও আমি সন্তুষ্ট। কারণ সাফা আমার খুউব ভালো একজন বন্ধু। আশাকরি দর্শকের খুবই ভালোলাগবে।’
সাফা কবির বলেন,‘ ভিকি জাহেদের নির্দেশনায় এর আগে আমি চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রতিটি চলচ্চিত্রের জন্যই আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তার নতুন চলচ্চিত্র বান্ধবী’র গল্পটাও আমার কাছে ভালোলেগেছে। আর অনেকদিন পর আমার বন্ধু স্পর্শিয়ার সঙ্গে কাজ হলো। বাস্তব জীবনের বন্ধুর সঙ্গে শুটিং-এর সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। আশা করছি বান্ধবী দর্শকের ভালোলাগবে।’
ভিকি জাহেদ জানান শিগগিরই আই-ফ্লিক্স’র ইউটিউব চ্যানেলে ‘বান্ধবী’ প্রচার হবে। এদিকে স্পর্শিয়া নতুন দুটি চলচ্চিত্রে কাজ করছেন। তবে এ ব্যাপারে আপাতত তিনি কিছুই বলতে সম্মত নন। সময় হলে সবাইকে জানান দিবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি’তে সাখাওয়াত মানিকের নির্দেশনায় তিনটি নাটকের কাজ শেষ করেছেন সাফা কবির। উল্লেখ্য ভিকি জাহেদের নির্দেশনায় এর আগে স্পর্শিয়া ‘অবিশ্বাস’, এবং সাফা কবির ‘দেয়াল’,‘অক্ষর’,‘জন্ম’,‘আংটি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।


























