১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১ অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১ অধিনায়কসামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‌্যাব-১ এর আওতাধীন এলাকায় র‍্যাব-১ এর পর্যাপ্ত টহল মোতায়েন আছে। জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিতপরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যে কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‍্যাব-১ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন চরমপন্থি বা স্বার্থন্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য সাদা পোষাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র‌্যাব-১ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে র‌্যাব-১, ঢাকা এর দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনে জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১, ঢাকা সার্বক্ষণিকভাবে প্রস্তুুত রয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে অধিনায়ক,র‍্যাব ঢাকা শ্রীশ্রী ইন্দ্রেশ^র শিব মন্দির মহাশ্মশান, শিববাড়ী, জয়দেবপুর, গাজীপুর, কৃপাময়ী কালী মন্দির, জয়দেবপুর, গাজীপুর এবং শ্রী শ্রী রামকানাই আশ্রম সার্বজনিন দূর্গামন্দির, উলুখোলা, কালীগঞ্জ মহানগরীর ৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, আগত দর্শনার্থীবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

উল্লেখ্য, যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়ন্টেসমূহে র‌্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

এসময় তিনি জানান যে, র‌্যাব-১ কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১ অধিনায়ক

প্রকাশিত : ১০:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র‍্যাব-১ অধিনায়কসামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‌্যাব-১ এর আওতাধীন এলাকায় র‍্যাব-১ এর পর্যাপ্ত টহল মোতায়েন আছে। জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিতপরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যে কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‍্যাব-১ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন চরমপন্থি বা স্বার্থন্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য সাদা পোষাকে র‌্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র‌্যাব-১ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং এর ফলে র‌্যাব-১, ঢাকা এর দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনে জন্য যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১, ঢাকা সার্বক্ষণিকভাবে প্রস্তুুত রয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে অধিনায়ক,র‍্যাব ঢাকা শ্রীশ্রী ইন্দ্রেশ^র শিব মন্দির মহাশ্মশান, শিববাড়ী, জয়দেবপুর, গাজীপুর, কৃপাময়ী কালী মন্দির, জয়দেবপুর, গাজীপুর এবং শ্রী শ্রী রামকানাই আশ্রম সার্বজনিন দূর্গামন্দির, উলুখোলা, কালীগঞ্জ মহানগরীর ৩টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, আগত দর্শনার্থীবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

উল্লেখ্য, যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ পয়ন্টেসমূহে র‌্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের বিশেষ টিম নিয়োজিত রয়েছে।

এসময় তিনি জানান যে, র‌্যাব-১ কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।

ডিএস