নওগাঁয় সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডেল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১ লা অক্টোবর) শহরের দয়ালের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার গুমারদহ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সাখিদার (৩৪), পার নওগাঁ এলাকার মৃত প্রভাত কুমার এর ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট এলাকার রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬ হাজার ৭১০ পিস ট্যাপেন্ডেল ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন এবং ২১ হাজার ৯০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীদের উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিএস./




















