০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ার উজানগ্রামে আধিপত্যের জেরে অর্ধশতাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে বিভিন্ন বাড়িতে এ হামলা চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা আতা-হানিফের অনুসারী বদরুল আলম আন্টু, আক্কাচ আলী,হাসমত সহ প্রায় শতাধিক লোক ঝাউদিয়া ইউনিয়ন থেকে ভাড়া করে এনে এ হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা অন্তত অর্ধশত বাড়িতে হামলা চালায়, মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মিল্টন সেখ জানান, বুধবার ভোরে কয়েক শ’ লোক গ্রামে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়।

নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার বাড়ির পাশে থাকা দুটি পিকআপ ভেঙে ফেলা হয়, এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। শরিফুল সর্দ্দার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ গ্রামটিকে দখল করার চেষ্টা করছে।

সরেজমিনে জানা গেছে, স্থানীয়ভাবে ফুটবল খেলা, দোকান কেনা-বেচা, সামাজিক দলাদলি ও সম্মানহানির জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে।অভিযোগের বিষয়ে প্রতিপক্ষদের দাবি, সামাজিক বিরোধ থাকলেও হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস./

 

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

কুষ্টিয়ার উজানগ্রামে আধিপত্যের জেরে অর্ধশতাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

প্রকাশিত : ০৪:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) ভোরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রামে বিভিন্ন বাড়িতে এ হামলা চালানো হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা আতা-হানিফের অনুসারী বদরুল আলম আন্টু, আক্কাচ আলী,হাসমত সহ প্রায় শতাধিক লোক ঝাউদিয়া ইউনিয়ন থেকে ভাড়া করে এনে এ হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা অন্তত অর্ধশত বাড়িতে হামলা চালায়, মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মিল্টন সেখ জানান, বুধবার ভোরে কয়েক শ’ লোক গ্রামে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়।

নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার বাড়ির পাশে থাকা দুটি পিকআপ ভেঙে ফেলা হয়, এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। শরিফুল সর্দ্দার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ গ্রামটিকে দখল করার চেষ্টা করছে।

সরেজমিনে জানা গেছে, স্থানীয়ভাবে ফুটবল খেলা, দোকান কেনা-বেচা, সামাজিক দলাদলি ও সম্মানহানির জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে।অভিযোগের বিষয়ে প্রতিপক্ষদের দাবি, সামাজিক বিরোধ থাকলেও হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস./