বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ড. মোশাররফ হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান। পাশাপাশি তিনি একজন গবেষক, প্রথিতযশা ভূ-বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট হিসেবে সুপরিচিত।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় দাউদকান্দির গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মো. কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস. এম. মিজান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ ও সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া। জন্মদিন উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেন। এর মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, এতিম ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কার্যক্রম। এছাড়া নেতা-কর্মীরা কেক কেটে তাঁদের প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেন।
অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের ৮০তম জম্মদিনে কুমিল্লা উত্তর (জাসাস) কর্তৃক বিশেষ উপহার গ্রহন করেন ড. খন্দকার মারুফ হোসেন ।




















