ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপান করে সৌরভ দাস (২৩) ও শ্রীনিবাস মালাকার (৭৪) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ( শনিবার ) ৪ অক্টোবর ভোরে মদ পানের পর একজন হাসপাতালে ও অন্যজন তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সূত্র থেকে জানা যায়, শুক্রবার দূর্গা পূজার দশমীর দিন মধ্যরাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই মদ পানের ঘটনা ঘটে।
মদ পানের ঘটনায় মারা যাওয়া সৌরভ উপজেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধানাথের ছেলে। অপরজন একই এলাকার উকিল মালাকারের ছেলে। পাশাপাশি অসুস্থ হওয়া ব্যাক্তিরাও একই এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম মদ্যপানের ঘটনায় দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত (অ্যালকোহল) মদ পানে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে।তবে মেডিকেল রিপোর্ট আমাদের হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারবো।
ডিএস./




















