পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবির) স্বৈরাচার ও দূর্নীতিবাজ কর্মকর্তা হেলাল আহম্মেদ জনি, নজরুল ইসলাম, সোহেল আহম্মেদ তাদের সহযোগি জামান আহম্মেদ, কামরুজ্জামান উজ্জ্বলের অপসারণ এবং ২২মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭দফা দাবীতে জামালপুরে মানববন্ধন করেছে এফপিএবির কর্মকর্তা কর্মচারীরা।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে শহরের চালাপাড়া এফপিএবি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর এফপিএবির সভাপতি শহীদুল হক খান দুলাল, সেলিনা বেগম, অজয় কুমার পাল, মাহিনুর সিদ্দিকা মাহিন, জাহাঙ্গীর সেলিমসহ আরো অনেকে।
এ সময় বক্তারা পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবির স্বৈরাচার ও দূর্নীতিবাজ কর্মকর্তা হেলাল আহম্মেদ জনি,নজরুল ইসলাম, সোহেল আহম্মেদ তাদের সহযোগি জামান আহম্মেদ, কামরুজ্জামান উজ্জ্বলের অপসারণ এবং ২২ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান।
ডিএস./