ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল পথের বিজয়নগর উপজেলার মিরাশানী এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত আনুমানিক (১২) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে রেল লাইনের পাশে এ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী রেলওয়ে থানায় খবর দিলে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তবে তারা উদ্ধারকৃত লাশের কোন নাম পরিচয় সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস. এস. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে শিশুর লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ডিএস../