১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ইয়াবার মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবার মামলায় মো. ইউসুফ (৩৫) নামে মিয়ানমারের এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

দণ্ডিত আসামি মো. ইউসুফ মিয়ানমারের সালামত উল্লাহর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ আগস্ট দুপুরে বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কের কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে র‌্যাব-৭ তাদের আটক করে। এ সময় ইউসুফের কাছ থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে ইয়াবার মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১

প্রকাশিত : ০৪:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবার মামলায় মো. ইউসুফ (৩৫) নামে মিয়ানমারের এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

দণ্ডিত আসামি মো. ইউসুফ মিয়ানমারের সালামত উল্লাহর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন।আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো.ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সেলিম হোসেন নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ আগস্ট দুপুরে বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কের কর্ণফুলী সিটি গার্ডেনের সামনে অভিযান চালিয়ে র‌্যাব-৭ তাদের আটক করে। এ সময় ইউসুফের কাছ থেকে ৪৯ হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়। মামলা তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ৩১ মার্চ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ডিএস./