“আমি কন্যাশিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্র মান্দা শাখার সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
এ উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়, কন্যাশিশু অবহেলার পাত্র নয় । পুরুষদের পাশাপাশি মেয়েরাও অনেক কাজ করে। কন্যা শিশুকে অল্প বয়সে বিবাহ দিয়ে তার জীবনকে ধ্বংস করবেন না। বাল্যবিবাহ বন্ধ করি কন্যা শিশুকে স্বাস্থ্য সুরক্ষা দিই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, তথ্য আপা সিরাজুম মুনিরা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার মহিলা বিষয়ক স্বেচ্ছাসেবী ৫ টি সমিতির সদস্যদের মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।
এতে অংশগ্রহণ করেন সূর্য সেনা ফোরাম, মেহনতী ফোরাম, শান্তি ফোরাম, ইছামতি ফোরাম ও বন্ধু মহিলা উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।
ডিএস./

























