১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজন আটক

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর পৃথক অভিযানে দু’টি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ দুইজনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়।

এর আগে ৮ অক্টোবর রাত ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজন আটক

প্রকাশিত : ০৫:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এর পৃথক অভিযানে দু’টি অবৈধ অস্ত্র, গুলি এবং গাঁজাসহ দুইজনকে আটক করেছে। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ১টি দেশীয় ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম (৫২) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার ছেলে হিরো (৩২) পালিয়ে যায়। মাহাবুল ইসলাম ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

এরপর একইদিন সকাল সাড়ে ৬টার দিকে, কুষ্টিয়া ৪৭ বিজিবির মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় টহলকালে বিজিবির একটি দল ফিরোজ খান (৫৬) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে। এ সময় তার সাথে থাকা হোসেন উদ্দিন (২৫) ও বাবুল (৩০) পালিয়ে যায়।

এর আগে ৮ অক্টোবর রাত ৮টার দিকে, ৪৭ বিজিবির চল্লিশ পাড়া বিওপির আওতাধীন আলিমডোবা এলাকায় টহলকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে বিজিবি আসামীসহ অস্ত্র ও মাদক দৌলতপুর থানায় সপর্দ করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ বলেন, আমাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে। এছাড়াও বিজিবির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় অস্ত্র এবং গাঁজাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

ডিএস./