০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রতিবন্ধকতা দুহাতে ঠেলে স্বপ্ন বুনছে প্রতিবন্ধীরা

জন্ম থেকেই দৃষ্টি নেই তবুও হাজারো দর্শকের মাঝে সাবলীলভাবে গান গাইছে দৃষ্টি প্রতিবন্ধী মাহফুজ। মঞ্চের নীচে একেবারে দর্শক সারিতে এসে সেল্ফিস্টিকে মোবাইল ফোন লাগিয়ে কন্টেন্ট তৈরিতে ব্যাস্ত শারিরীক প্রতিবন্ধী কদম আলী। আরেক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে হাত ধরে মঞ্চে তুলে মাইক্রোফোন হাতে দিতেই দর্শকের অন্তরাত্মা কাপিয়ে দিয়ে গেয়ে উঠলো,”মানুষ বড়ই স্বার্থপর…”। একইসময়ে মঞ্চে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া ৩জন দৃষ্টিপ্রন্ধী পায়রার মতো বুকের ছাতা ফুলিয়ে শোনালেন প্রতিবন্ধকতা জয়ের গল্প। মাঝখানে বিরতি নিয়ে গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে ছুটে চললো র‌্যালি করতে।

বিশ্ব দৃষ্টি দিবসে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ হয়ে ওঠে প্রতিবন্ধিদের ব্যতিক্রমী মিলনমেলা। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে কিভাবে নিজের প্রতিভা বিকশিত করতে হয় সেসব গল্প শোনাল অর্ধশত প্রতিবন্ধী। সিএসএফ গ্লোবালের আয়োজনে ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের সভাপতিত্বে এমন ব্যাতিক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিএসএফ গ্লোবালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক প্রতিবন্ধী বিশেষজ্ঞ প্রফেসর ড. এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিত বলেন, সিএসএফ গ্লোবালের প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিবন্ধকতা অতিক্রম করে হয়ে উঠছে উচ্চ শিক্ষায় শিক্ষিত। তাদের স্ব স্ব প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে সমাজের মূলধারার সাথে সংযুক্ত হয়ে উঠছে তারা। এই শিশুদের মধ্যে থেকেই তাদের অদম্য ইচ্ছা শক্তির জোরে কেউ হবে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, কেউ ভালো আলেম আবার কেউ উকিল বা ডাক্তার।

এদিন বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোরবান আলী লাভলুসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবন্ধকতা দুহাতে ঠেলে স্বপ্ন বুনছে প্রতিবন্ধীরা

প্রকাশিত : ০৫:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

জন্ম থেকেই দৃষ্টি নেই তবুও হাজারো দর্শকের মাঝে সাবলীলভাবে গান গাইছে দৃষ্টি প্রতিবন্ধী মাহফুজ। মঞ্চের নীচে একেবারে দর্শক সারিতে এসে সেল্ফিস্টিকে মোবাইল ফোন লাগিয়ে কন্টেন্ট তৈরিতে ব্যাস্ত শারিরীক প্রতিবন্ধী কদম আলী। আরেক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে হাত ধরে মঞ্চে তুলে মাইক্রোফোন হাতে দিতেই দর্শকের অন্তরাত্মা কাপিয়ে দিয়ে গেয়ে উঠলো,”মানুষ বড়ই স্বার্থপর…”। একইসময়ে মঞ্চে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া ৩জন দৃষ্টিপ্রন্ধী পায়রার মতো বুকের ছাতা ফুলিয়ে শোনালেন প্রতিবন্ধকতা জয়ের গল্প। মাঝখানে বিরতি নিয়ে গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে ছুটে চললো র‌্যালি করতে।

বিশ্ব দৃষ্টি দিবসে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ হয়ে ওঠে প্রতিবন্ধিদের ব্যতিক্রমী মিলনমেলা। সমস্ত প্রতিবন্ধকতা জয় করে কিভাবে নিজের প্রতিভা বিকশিত করতে হয় সেসব গল্প শোনাল অর্ধশত প্রতিবন্ধী। সিএসএফ গ্লোবালের আয়োজনে ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের সভাপতিত্বে এমন ব্যাতিক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিএসএফ গ্লোবালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক প্রতিবন্ধী বিশেষজ্ঞ প্রফেসর ড. এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহিত বলেন, সিএসএফ গ্লোবালের প্রচেষ্টায় প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিবন্ধকতা অতিক্রম করে হয়ে উঠছে উচ্চ শিক্ষায় শিক্ষিত। তাদের স্ব স্ব প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে সমাজের মূলধারার সাথে সংযুক্ত হয়ে উঠছে তারা। এই শিশুদের মধ্যে থেকেই তাদের অদম্য ইচ্ছা শক্তির জোরে কেউ হবে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, কেউ ভালো আলেম আবার কেউ উকিল বা ডাক্তার।

এদিন বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোরবান আলী লাভলুসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি।

ডিএস./