০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় আহত দুই রেলকর্মীর চিকিৎসা খোঁজখবর নিলেন জিএম শুবক্তগীন

গত ০৭ অক্টোবর (সোমবার) ভোরে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেস ট্রেন প্রবেশের সময় ইঞ্জিন ক্যাপসাইজড হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের লোকোমাস্টার (এলএম) ইলিয়াস হোসেন ও সহকারী লোকোমাস্টার (এএলএম) জহিরুল আলম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. শুবক্তগীন বৃহস্পতিবার আহত দুই কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত রেলকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জিএম শুবক্তগীন আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে বলেন, “রেলওয়ে পরিবারের এই দুই সদস্যের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মহাব্যবস্থাপকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামগামী ছিল। মোগলাবাজার স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের সামনের অংশ লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় কোনো প্রাণহানি ঘটেনি।

ডিএস./

ট্যাগ :

উদয়ন এক্সপ্রেস দুর্ঘটনায় আহত দুই রেলকর্মীর চিকিৎসা খোঁজখবর নিলেন জিএম শুবক্তগীন

প্রকাশিত : ০৪:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

গত ০৭ অক্টোবর (সোমবার) ভোরে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে ৭২৩ নম্বর উদয়ন এক্সপ্রেস ট্রেন প্রবেশের সময় ইঞ্জিন ক্যাপসাইজড হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের লোকোমাস্টার (এলএম) ইলিয়াস হোসেন ও সহকারী লোকোমাস্টার (এএলএম) জহিরুল আলম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. শুবক্তগীন বৃহস্পতিবার আহত দুই কর্মকর্তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত রেলকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জিএম শুবক্তগীন আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে বলেন, “রেলওয়ে পরিবারের এই দুই সদস্যের চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মহাব্যবস্থাপকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামগামী ছিল। মোগলাবাজার স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের সামনের অংশ লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় কোনো প্রাণহানি ঘটেনি।

ডিএস./