ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবির) সদস্যরা। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২:৩০ মিনিটের দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল রবিবার (১২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, খাদলা, মাদলা, কুমিল্লা জেলার শশীদল, সালদানদী, সংকুচাইল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, গরু, বাসমতি চাউল, ফুসকা, শাড়ী, মেহেদী, অটো পার্টস জদ্ধ করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮০০ টাকা।
পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।
এ ব্যাপারে সুলতানপুর (৬০ বিজিবির) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশ মাতৃকার কল্যান ও সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের কর্তব্য পালনে সর্বদা সচেতন রয়েছি।
ডিএস./