সারা দেশের ন্যায় নওগাঁয়ও সোমবার (১৩ অক্টোবর) পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় নওগাঁ সদর উপজেলা মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি রোল মডেল। সরকারের পাশাপাশি জনসচেতনতা, প্রযুক্তির ব্যবহার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় ভূমিকার কারণে এখন দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব দুর্যোগের আগে প্রস্তুত থাকা। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানভিত্তিক দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস পায়। সবাইকে একসাথে কাজ করতে হবে তবেই আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন, “দুর্যোগ কখনও একা আসে না, এটি আমাদের জীবন, অর্থনীতি ও পরিবেশকে একসাথে প্রভাবিত করে। তাই প্রতিটি পরিবারে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে শিক্ষা থাকা জরুরি। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই বিষয়ে প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সচেতন করতে হবে। প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে, তবে জনগণের অংশগ্রহণই হবে দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এরপর ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন এবং সর্বশেষ সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./