ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের তদারকির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় চাল ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে চার দোকানীকে মোট দশ (১০,০০০) টাকা জরিমানা করেছে। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনন্দ বাজারে চাল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মালামাল ক্রয়-বিক্রয়ের সময় দোকানে কোন ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মের্সাস হুমায়রা স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, মের্সাস আলমগীর নামক চালের দোকানকে ২ হাজার টাকা, সুমন স্টোরকে ১ হাজার ৫০০ ও শিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আগামীদিনে ব্যাবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিএস./