সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে ফিরে শেষ হয়।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট কর্মীসহ জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
ডিএস./

























