গাজীপুরের কালীগঞ্জে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।
সভায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আসন্ন উৎসবকে সফলভাবে উদযাপন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে উৎসবের নানা আয়োজন নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
উপস্থিত বক্তারা বলেন, ‘তারুণ্যের উৎসব’ হবে এমন একটি মঞ্চ, যেখানে তরুণরা তাদের প্রতিভা, উদ্যম ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।
ডিএস./