০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে যাত্রীসেবা মূল্যায়নে রেল মহাপরিচালক

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন দুই দিনের সরকারি সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। আজ ১৬ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ সফর, যার উদ্দেশ্য রেলসেবা উন্নয়ন ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা।

রেলভবন সূত্রে জানা গেছে, মহাপরিচালক বৃহস্পতিবার আজ (১৬ অক্টোবর) সকাল ৭টায় সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের এসেছেন । ট্রেনযাত্রার পুরো পথে ইন্সপেকশন কারে থেকে তিনি রেললাইন, স্টেশন ও যাত্রীসুবিধা পরিদর্শন করে আসছেন।

চট্টগ্রাম পৌঁছে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কার্যালয়ে বিভাগীয় প্রধান কর্মকর্তাদের সঙ্গে যাত্রীসেবা বৃদ্ধি ও রেল পরিচালনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকালে তিনি পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন ওয়ার্কশপ, ডিজেলশপ, লোকোসেড এবং হালিশহরস্থ রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করবেন। রাতে তিনি চট্টগ্রাম ভিআইপি রেস্ট হাউজে অবস্থান করবেন।

পরদিন শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মহাপরিচালক সৈকত এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার স্টেশনে পৌঁছে তিনি নবনির্মিত রেলস্টেশন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। বিকাল ৫টায় পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন।

এ সফরে মহাপরিচালকের একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন সফরসঙ্গী হিসেবে থাকবেন।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার রেলসেবার মানোন্নয়ন এবং যাত্রীসুবিধা আরও জোরদার করার দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

 

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নিজ সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগা নারীদের নিয়ে কাজ করতে চান: মডেল তানজিনা নিলয়

চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে যাত্রীসেবা মূল্যায়নে রেল মহাপরিচালক

প্রকাশিত : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন দুই দিনের সরকারি সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। আজ ১৬ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ সফর, যার উদ্দেশ্য রেলসেবা উন্নয়ন ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা।

রেলভবন সূত্রে জানা গেছে, মহাপরিচালক বৃহস্পতিবার আজ (১৬ অক্টোবর) সকাল ৭টায় সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের এসেছেন । ট্রেনযাত্রার পুরো পথে ইন্সপেকশন কারে থেকে তিনি রেললাইন, স্টেশন ও যাত্রীসুবিধা পরিদর্শন করে আসছেন।

চট্টগ্রাম পৌঁছে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কার্যালয়ে বিভাগীয় প্রধান কর্মকর্তাদের সঙ্গে যাত্রীসেবা বৃদ্ধি ও রেল পরিচালনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকালে তিনি পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন ওয়ার্কশপ, ডিজেলশপ, লোকোসেড এবং হালিশহরস্থ রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করবেন। রাতে তিনি চট্টগ্রাম ভিআইপি রেস্ট হাউজে অবস্থান করবেন।

পরদিন শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মহাপরিচালক সৈকত এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার স্টেশনে পৌঁছে তিনি নবনির্মিত রেলস্টেশন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। বিকাল ৫টায় পরিদর্শন শেষে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন।

এ সফরে মহাপরিচালকের একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন সফরসঙ্গী হিসেবে থাকবেন।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার রেলসেবার মানোন্নয়ন এবং যাত্রীসুবিধা আরও জোরদার করার দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

 

ডিএস./