খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় গেটসংলগ্ন বড় নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর সবুর জানান,মৃত্যু ব্যক্তির শরীরের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।”
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছিলো।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএস./