১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

পরিবেশবান্ধব ‘বার্ডি ই-বাইক’ এখন শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হলো আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ‘বার্ডি ই-বাইক’–এর বিক্রয়সেবা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ–এর ষষ্ঠ তলার কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান খাজা টিপু সুলতান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণসহ প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন,“তেলবিহীন, শব্দহীন ও ধোঁয়ামুক্ত এই ‘বার্ডি ই-বাইক’ ভবিষ্যতের পরিবহন। এটি পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং দেশের বিদ্যুৎচালিত যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও জানান, Saint’s Eye Limited চীন থেকে এই ই-বাইক আমদানি করেছে। ‘বার্ডি’ ব্র্যান্ডের এই বাইকটি ছেলে-মেয়ে ও বয়স্ক সবার জন্যই উপযোগী।
তিনি বলেন,

“আমাদের মেয়েরা অনেক সময় পর্দাশীলতা বা ভিড়ের কারণে বাস বা সিএনজিতে উঠতে সংকোচ বোধ করে। যারা অল্প বেতনে চাকরি করেন, পরিবারকে সহযোগিতা করতে চান তাদের জন্য এই ই-বাইক হতে পারে নিরাপদ ও সাশ্রয়ী সমাধান।”

‘বার্ডি’ মডেলের এই ই-বাইকে রয়েছে ১২০০ ওয়াটের হাই-পারফরম্যান্স মোটর ও ৭২V ২০Ah লিড-অ্যাসিড ব্যাটারি। প্রতি পূর্ণ চার্জে বাইকটি চলবে ৭০–৮০ কিলোমিটার পর্যন্ত, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। চার্জ সম্পূর্ণ হতে সময় লাগে ৫–৬ ঘণ্টা।বাইকটিতে রয়েছে টিউববিহীন টায়ার, সামনের ডিস্ক ব্রেক ও আধুনিক সাসপেনশন ব্যবস্থা।

ঢাকায় নয়, বরং শ্রীমঙ্গলেই প্রথম শোরুম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে খাজা টিপু সুলতান জানান, তাঁদের আরও তিনটি প্রতিষ্ঠান গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, রোশনি অটো রাইস মিল ও রোশনি পলি ফাইবার শ্রীমঙ্গলে অবস্থিত। স্থানীয় বিনিয়োগের ধারাবাহিকতায় এখান থেকেই বিক্রয়সেবা শুরু করা হয়েছে।

গ্র্যান্ড সুলতান রিসোর্টের প্রাঙ্গণে অবস্থিত শোরুম থেকে এখন ‘বার্ডি ই-বাইক’ বিক্রি ও প্রদর্শন করা হবে।কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরে এই ই-বাইকের শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

পরিবেশবান্ধব ‘বার্ডি ই-বাইক’ এখন শ্রীমঙ্গলে

প্রকাশিত : ০৫:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন হলো আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ‘বার্ডি ই-বাইক’–এর বিক্রয়সেবা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ–এর ষষ্ঠ তলার কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান খাজা টিপু সুলতান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণসহ প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন,“তেলবিহীন, শব্দহীন ও ধোঁয়ামুক্ত এই ‘বার্ডি ই-বাইক’ ভবিষ্যতের পরিবহন। এটি পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং দেশের বিদ্যুৎচালিত যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও জানান, Saint’s Eye Limited চীন থেকে এই ই-বাইক আমদানি করেছে। ‘বার্ডি’ ব্র্যান্ডের এই বাইকটি ছেলে-মেয়ে ও বয়স্ক সবার জন্যই উপযোগী।
তিনি বলেন,

“আমাদের মেয়েরা অনেক সময় পর্দাশীলতা বা ভিড়ের কারণে বাস বা সিএনজিতে উঠতে সংকোচ বোধ করে। যারা অল্প বেতনে চাকরি করেন, পরিবারকে সহযোগিতা করতে চান তাদের জন্য এই ই-বাইক হতে পারে নিরাপদ ও সাশ্রয়ী সমাধান।”

‘বার্ডি’ মডেলের এই ই-বাইকে রয়েছে ১২০০ ওয়াটের হাই-পারফরম্যান্স মোটর ও ৭২V ২০Ah লিড-অ্যাসিড ব্যাটারি। প্রতি পূর্ণ চার্জে বাইকটি চলবে ৭০–৮০ কিলোমিটার পর্যন্ত, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। চার্জ সম্পূর্ণ হতে সময় লাগে ৫–৬ ঘণ্টা।বাইকটিতে রয়েছে টিউববিহীন টায়ার, সামনের ডিস্ক ব্রেক ও আধুনিক সাসপেনশন ব্যবস্থা।

ঢাকায় নয়, বরং শ্রীমঙ্গলেই প্রথম শোরুম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে খাজা টিপু সুলতান জানান, তাঁদের আরও তিনটি প্রতিষ্ঠান গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, রোশনি অটো রাইস মিল ও রোশনি পলি ফাইবার শ্রীমঙ্গলে অবস্থিত। স্থানীয় বিনিয়োগের ধারাবাহিকতায় এখান থেকেই বিক্রয়সেবা শুরু করা হয়েছে।

গ্র্যান্ড সুলতান রিসোর্টের প্রাঙ্গণে অবস্থিত শোরুম থেকে এখন ‘বার্ডি ই-বাইক’ বিক্রি ও প্রদর্শন করা হবে।কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরে এই ই-বাইকের শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ডিএস./