ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলা সদরের ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়া এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হালুয়াপাড়া এলাকার মোঃ তায়িম তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে ছোট দেওয়ান পাড়ার অন্নদা স্কুলের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় ছোট দেওয়ান পাড়ার শাকিল ও শিপন সহ বেশ কয়েজনও গোসল করতে যায় ওই পুকুরে। গোসল করার সময় ঝাপ দেয়ার পানির ছিটা পড়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও শিপন মিলে তাইম ও তার বন্ধুদের মারধর করে।
এরই জের ধরে রাত সাড়ে ৭টায় ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার লোকজন দেশীয় টেঁটা, বল্লম, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের নিক্ষেপে রণক্ষেত্র হয়ে উঠে পুরো এলাকা। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সড়কসহ দোকানপাট। প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নিবর্াহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃংঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে আটককৃত ১৫ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
ডিএস./




















